পূর্বী রুকুম জেলা पूर्वी रुकुम | |
---|---|
District | |
স্থানাঙ্ক: ২৮°২২′ উত্তর ৮২°২২′ পূর্ব / ২৮.৩৭° উত্তর ৮২.৩৭° পূর্ব | |
Country | নেপাল |
Province | Province No. 5 |
প্রঠিস্থিত | ২০১৫ |
Admin HQ. | Rukumkot |
সরকার | |
• ধরন | Coordination committee |
• শাসক | DCC, Eastern Rukum |
আয়তন | |
• মোট | ১,১৬১.১৩ বর্গকিমি (৪৪৮.৩১ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৫৩,০১৮ |
• জনঘনত্ব | ৪৬/বর্গকিমি (১২০/বর্গমাইল) |
সময় অঞ্চল | এনপিটি (ইউটিসি+০৫:৪৫) |
ওয়েবসাইট | www |
পূর্বী রুকুম জেলা (নেপালি: पूर्वी रुकुम) হচ্ছে নেপালের ৫ নং প্রদেশের একটি জেলা। এটি প্রদেশের ১২টি জেলার মধ্যে ১টি।[১] রুকুমকোট জেলার অন্তর্বর্তীকালীন সদর দফতর।
আনুষ্ঠানিকভাবে পূর্ব রুকুম জেলাটি রুকুম জেলার অংশ ছিল। রাজ্যটির প্রশাসনিক বিভাগগুলির পুনর্গঠনের পরে ২০ সেপ্টেম্বর, ২০১৫ তারিখে আগের জেলাকে দুটি জেলায় বিভক্ত করা হয় এবং পশ্চিম রুকুম এবং পূর্ব রুকুম নামকরণ করা হয়েছিল।
পূর্বী রুকুম জেলার মোট আয়তন ১,১৬১.১৩ বর্গকিলোমিটার (৪৪৮.৩১ বর্গ মাইল)।
২০১১ খ্রিস্টাব্দের নেপাল আদমশুমারি অনুসারে এই জেলার মোট জনসংখ্যা ৫৩০১৮ জন।[২]