পেগি কর্নেগার

পেগি কর্নেগার একজন আমেরিকান লেখিকা। ১৯৭০ এর দশকে তিনি নিজেকে নারীবাদী-নৈরাজ্যবাদী হিসেবে পরিচয় দিয়েছিলেন[] এবং তিনি আমেরিকান নারীবাদী ম্যাগাজিন দ্য সেকেন্ড ওয়েভ এর সম্পাদক ছিলেন।[]

তার প্রবন্ধ "নৈরাজ্যবাদ: নারীবাদী সংযোগ" (১৯৭৫) নিউ ইয়র্ক শহর ও লন্ডনে ১৯৭৭ সালে একটি বুকলেট হিসেবে পুনর্মুদ্রিত হয়েছিল এবং ইতালির একটি সাময়িকীর জন্য এটি ইতালীয় ভাষায় অনূদিত হয়েছিল। [] আবার এটি ১৯৭৯ সালে এটি রিইনভেন্টিং অ্যানার্কি গ্রন্থে অন্তর্ভুক্ত হয়।[] তার লেখা লিভিং উইথ স্পিরিট, জার্নি অব এ ফ্লাওয়ার চাইল্ড বইটি ২০০৯ সালে প্রকাশিত হয়।[]

গ্রন্থতালিকা

[সম্পাদনা]
  • নৈরাজ্যবাদ: নারীবাদী সংযোগ (১৯৭৫)
  • লিভিং উইথ স্পিরিট, জার্নি অব এ ফ্লাওয়ার চাইল্ড (২০০৯)[]
  • লুজ ইয়োর মাইন্ড, ওপেন ইয়োর হার্ট (২০১৪) আইএসবিএন ৯৭৮১৪৫৭৫৩৩৪৯৫

সূত্র

[সম্পাদনা]
  1. "নৈরাজ্যবাদ: নারীবাদী সংযোগ"দ্য অ্যানার্কিস্ট লাইব্রেরি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-১৮ 
  2. গ্রাহাম, রবার্ট (২০০৫)। নৈরাজ্যবাদ: স্বাধীনচেতা ধারণার একটি প্রামাণ্য ইতিহাস। ব্ল্যাক রোজ বুকস। আইএসবিএন ৯৭৮১৫৫১৬৪৩১০৬ |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য) 
  3. পেগি কর্নেগার (১৯৮২)। লা ভিয়া ফেমিনিস্তা আল'আনার্কিসমো। (ইতালীয় ভাষায়) ভোলোন্টা ৩৬ (৪)।
  4. হাওয়ার্ড জে. এয়ারলিচ (১৯৭৯)। রিইনভেন্টিং অ্যানার্কি: হোয়াট আর অ্যানার্কিস্টস থিঙ্কিং দিজ ডেইজ। লন্ডন; বোস্টন: রাউটলেজ & কেগান পল। আইএসবিএন ৯৭৮০৭১০০০১২৮৩
  5. পেগি কর্নেগার (২০০৯)। লিভিং উইথ স্পিরিট: জার্নি অব এ ফ্লাওয়ার চাইল্ড। ইন্ডিয়ানাপোলিস, ইন্ডিয়ানা: ডগ ইয়ার পাবলিশিং। আইএসবিএন ৯৭৮১৬০৮৪৪০৫৮০

বহিঃসংযোগ

[সম্পাদনা]