পেটস্কি, মিশিগান | |
---|---|
শহর | |
পেটস্কি শহর[১] | |
বাম থেকে ডানে: সূর্যাস্তে লিটল ট্র্যাভার্স বে, উত্তর মিশিগান আঞ্চলিক হাসপাতাল, একটি স্থানীয় গ্রন্থাগার, বিয়ার নদী, ইউএস রুট ১৩১-এর প্যানারোমা দৃশ্য, ইউএস ৩১ রুটের প্রতীক | |
![]() এমেট কাউন্টিতে অবস্থান | |
মিশিগান অঙ্গরাজ্যে অবস্থান | |
স্থানাঙ্ক: ৪৫°২২′২৪″ উত্তর ৮৪°৫৭′১৯″ পশ্চিম / ৪৫.৩৭৩৩৩° উত্তর ৮৪.৯৫৫২৮° পশ্চিম | |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
অঙ্গরাজ্য | মিশিগান |
কাউন্টি | এমেট |
সরকার | |
• নগরপ্রধান | জন মার্ফি[২] |
আয়তন[৩] | |
• মোট | ৫.৩৪ বর্গমাইল (১৩.৮২ বর্গকিমি) |
• স্থলভাগ | ৫.১৩ বর্গমাইল (১৩.২৯ বর্গকিমি) |
• জলভাগ | ০.২০ বর্গমাইল (০.৫২ বর্গকিমি) |
উচ্চতা | ৬৬৬ ফুট (২০২ মিটার) |
জনসংখ্যা (২০১০)[৪] | |
• মোট | ৫,৬৭০ |
• আনুমানিক (২০১৮)[৫] | ৫,৭৩৮ |
• জনঘনত্ব | ১,১১৫.১৪/বর্গমাইল (৪৩০.৬০/বর্গকিমি) |
সময় অঞ্চল | ইএসটি (ইউটিসি-৫) |
• গ্রীষ্মকালীন (দিসস) | ইডিটি (ইউটিসি-৪) |
জিপ কোড | ৪৯৭৭০ |
এলাকা কোড | ২৩১ Exchanges: ৩৪৭, ৩৪৮, ৪৩৯, ৪৮৭ |
এফআইপিএস কোড | ২৬-৬৩৮২০[৬] |
জিএনআইএস feature ID | ০৬৩৪৭৩১[৭] |
ওয়েবসাইট | petoskey |
পেটস্কি হল মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি শহর ও উপকূলীয় রিজোর্ট কমিউনিটি। ২০১০ সালের আদমশুমারি অনুসারে এই শহরের জনসংখ্যা প্রায় ৫,৬৭০ জন। এটি এমেট কাউন্টির একটি নির্বাচনী আসন।[৮]
পেটস্কি উত্তর মিশিগানে একটি অংশ, যা বিয়ার নদীর মোহনায় লেক মিশিগানের লিটল ট্র্যাভার্স বদ্বীপের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো অনুসারে এই শহরের মোট আয়জন ৫.২৯ বর্গ মাইল (১৩.৭০ বর্গ কিমি), যার ৫.০৯ বর্গ মাইল (১৩.১৮ বর্গ কিমি) ভূমি ও ০.২০ বর্গ মাইল (০.৫২ বর্গ কিমি) জল।[৯]
২০১০ সালের আদমশুমারি অনুসারে এই শহরের জনসংখ্যা ৫,৬৭০ জন। এখানে ২,৫৩৮টি বসতবাড়ি ও ১,৩১৯ পরিবার বসবাস করছে। প্রতি বর্গ মাইলে জনসংখ্যার ঘনত্ব ১,১১৩.৯ জন। এই শহরে ৯১.৭% শ্বেতাঙ্গ, ০.৭ আফ্রো মার্কিন, ৪.৭% স্থানীয় মার্কিন, ০.৪% এশীয়, ০.৫% অন্যান্য জাতিগোষ্ঠীর এবং ২.১% দুই বা ততোধিক জাতিগোষ্ঠীর লোকজন বসবাস করে। হিস্পানিক বা লাতিনো লোকজনের সংখ্যা মোট জনসংখ্যার ১.৯%।[৪]
মিশিগানের অনেকগুলো কলেজের মধ্যে নর্থ সেন্ট্রাল মিশিগান কলেজ পেটস্কি শহরে অবস্থিত। সরকারি শিক্ষাদান পদ্ধতিতে একটি উচ্চ বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় ও চারটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এছাড়াও সরকারি বিদ্যালয়সমূহের জন্য মন্টেসরি শিক্ষা ভবন রয়েছে।[১০]
এই অঞ্চলের জলবায়ুতে মৌসুমী পরিবর্তন লক্ষণীয়, গ্রীষ্মকালে অতিউষ্ণ থেকে উষ্ণ (অধিক আদ্রতা বিশিষ্ট) এবং শীতকালে ঠাণ্ডা (মাঝে মাঝে অতীব ঠাণ্ডা)। কোপেল ক্লাইমেট ক্লাসিফিকেশন পদ্ধতি অনুসারে পেটস্কিতে আর্দ্র মহাদেশীয় জলবায়ু বিদ্যমান[১১]
পেটস্কি, মিশিগান-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মাস | জানু | ফেব্রু | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টে | অক্টো | নভে | ডিসে | বছর |
সর্বোচ্চ গড় °ফা (°সে) | ২৮ (−২) |
২৯ (−২) |
৩৮ (৩) |
৫১ (১১) |
৬২ (১৭) |
৭১ (২২) |
৭৬ (২৪) |
৭৬ (২৪) |
৬৯ (২১) |
৫৭ (১৪) |
৪৪ (৭) |
৩৩ (১) |
৫৩ (১২) |
সর্বনিম্ন গড় °ফা (°সে) | ১৫ (−৯) |
১৩ (−১১) |
২১ (−৬) |
৩৩ (১) |
৪২ (৬) |
৫৩ (১২) |
৫৭ (১৪) |
৫৮ (১৪) |
৫১ (১১) |
৪২ (৬) |
৩২ (০) |
২২ (−৬) |
৩৭ (৩) |
অধঃক্ষেপণের গড় ইঞ্চি (মিমি) | ২.১ (৫৩) |
১.৪ (৩৬) |
১.৭ (৪৩) |
২.৫ (৬৪) |
২.৭ (৬৯) |
২.৮ (৭১) |
২.৮ (৭১) |
৩.৩ (৮৪) |
৩.৮ (৯৭) |
৩.১ (৭৯) |
২.৭ (৬৯) |
২.৪ (৬১) |
৩১.৪ (৮০০) |
উৎস: Weatherbase [১২] |
পেটস্কি ও এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহ আর্নেস্ট হেমিংওয়ের কয়েকটি দ্য নিক অ্যাডামস স্টোরিজের পটভূমির জন্য উল্লেখযোগ্য। তাছাড়া হেমিংওয়ে নিকটস্থ ওয়ালুন লেক গ্রামে তার শৈশব অতিবাহিত করেন।[১৩]
<ref>
ট্যাগ বৈধ নয়; USCensusEst2018
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি