ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ১৮ মে ১৯৯৭ | ||
জন্ম স্থান | ঝাড়তারং, সুন্দরগড়, ওড়িশা, ভারত | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ওডিশা এফসি | ||
জার্সি নম্বর | ১০ | ||
যুব পর্যায় | |||
কুনওয়ারমুন্ডা | |||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৬– | রাইজিং স্টুডেন্টস ক্লাব | ১১ | (১৪) |
২০২২ | ওড়িশা পুলিশ | ||
২০২২ | ক্রীড়া ওড়িশা | ১০ | (১২) |
২০২২– | ওডিশা এফসি | ০ | (০) |
জাতীয় দল | |||
২০১৪ | ভারত অনূর্ধ্ব-১৯ | ৩ | (২) |
২০১৫– | ভারত | ১৯ | (৭) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
পেয়ারি জাক্সা (জন্ম ১৮ই মে ১৯৯৭) হলেন একজন ভারতীয় মহিলা আন্তর্জাতিক ফুটবলার। তিনি ওডিশা এফসি এবং ভারতের জাতীয় দলের হয়ে আক্রমণভাগের একজন খেলোয়াড় হিসেবে খেলেন।
পেয়ারি জাক্সা ১৯৯৭ সালের ১৮ই মে ভারতের ওড়িশা রাজ্যের সুন্দরগড় জেলার ঝাড়তারংয়ে জন্মগ্রহণ করেছিলেন।
জাক্সা তাঁর নিজ রাজ্য ওড়িশায় অবস্থিত কুনওয়ারমুন্ডা ক্লাবের খেলা দিয়ে নিজের ফুটবল জীবন শুরু করেন।[১] ২০১৬ সালে, তিনি ভারতীয় মহিলা লিগের উদ্বোধনী মরশুমে খেলার জন্য রাইজিং স্টুডেন্ট দ্বারা চুক্তিবদ্ধ হন। তিনি সেই মরশুমে ১৪টি গোল করেছেন, তার মধ্যে প্রাথমিক রাউণ্ডে করেছেন দশটি গোল এবং চূড়ান্ত রাউন্ডে আরও চারটি গোল। ফাইনালে তাঁর দল ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়নের কাছে হেরে গিয়েছিল।[২]
ভারতের অনূর্ধ্ব ১৯ ফুটবল দলে খেলার পর, ২০১৫ সালে জাক্সা সিনিয়র মহিলা দলে আন্তর্জাতিক স্তরে আত্মপ্রকাশ করেন।[৩] তিনি সেই বছর বর্ষসেরা এআইএফএফ উদীয়মান মহিলা ফুটবলারের পুরস্কার পান।[৪] তিনি শিলংয়ে ২০১৬ সালের দক্ষিণ এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী দলের একজন সদস্য ছিলেন।[১]
নং. | তারিখ | স্থান | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা |
---|---|---|---|---|---|---|
১. | ৩১শে জুলাই ২০১৭ | এমপি সেলেয়াং স্টেডিয়াম, কুয়ালালামপুর, মালয়েশিয়া | মালয়েশিয়া | ১ –০ | ২-০ | বন্ধুত্বপূর্ণ |
২. | ২ –০ | |||||
৩. | ২৩শে জানুয়ারি ২০১৯ | হংকং | হংকং | ১ –০ | ১-০ | বন্ধুত্বপূর্ণ |
৪. | ২৩শে ফেব্রুয়ারি ২০২১ | গোল্ড সিটি স্পোর্টস কমপ্লেক্স, কার্গিকাক, তুরস্ক | ইউক্রেন | ১ –০ | ২-৩ | ২০২১ তুর্কি মহিলা কাপ |
৫. | ২রা অক্টোবর ২০২১ | তারাব আওয়ানা স্টেডিয়াম, দুবাই, সংযুক্ত আরব আমিরাত | সংযুক্ত আরব আমিরাত | ২ –০ | ৪-১ | বন্ধুত্বপূর্ণ |
৬. | ১০ই অক্টোবর ২০২১ | হামাদ টাউন স্টেডিয়াম, হামাদ টাউন, বাহরাইন | বাহরাইন | ২ –০ | ৫-০ | বন্ধুত্বপূর্ণ |
৭. | ৪ –০ |
ভারত
দক্ষিণ এশিয়ান গেমসের স্বর্ণপদক: ২০১৬ সালে স্বর্ণ পদক জয়ী দলের সদস্য ছিলেন।
রাইজিং স্টুডেন্টস
ভারতীয় মহিলা লিগ : ২০১৭-১৮ মরশুমে খেলেছেন।
ওড়িশা
জাতীয় গেমসে রৌপ্য পদক: ২০২২ সালে রৌপ্য পদক জয়ী দলের সদস্য ছিলেন।[৫]
স্বতন্ত্র
এআইএফএফ বর্ষসেরা উদীয়মান মহিলা ফুটবলার: ২০১৫ সালে সম্মানিত।[৪]
ভারতীয় ফুটবল ভক্তদের নির্বাচিত বর্ষসেরা খেলোয়াড় ২০২০-২১ মরশুমে সম্মানিত।[৬]