পের উন পুনিয়ো দি দল্লারি

পের উন পুনিয়ো দি দল্লারি চলচ্চিত্রের ইংরেজি সংস্করণের পোস্টার

আ ফিস্টফুল অফ ডলার্‌স (ইংরেজি ভাষায়: A Fistful of Dollars; ইতালীয় ভাষায়: Per un pugno di dollari) সের্জিও লেওনে পরিচালিত ওয়েস্টার্ন চলচ্চিত্র যা ১৯৬৪ সালে মুক্তি পায়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে শুধুমাত্র ফিস্টফুল অফ ডলার্‌স নামে মুক্তি পেয়েছিল। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ক্লিন্ট ইস্টউড। ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার পর স্প্যাগেটি ওয়েস্টার্ন নামে চলচ্চিত্রের একটি নতুন ধরন জনপ্রিয়তা লাভ করে। এই ছবি আকিরা কুরোসাওয়া পরিচালিত ইয়োজিম্বো (১৯৬১) ছবির একটি অস্বীকৃত পুনর্নির্মাণ। কুরোসাওয়াই নামবিহীন ব্যক্তি-র ধারণা প্রতিষ্ঠিত করেছিলেন। এই বেনামী ব্যক্তিকে সের্জিও লেওনে পশ্চিমা বিশ্বে নিয়ে গেছেন। একই চরিত্রে নিয়ে পরে আরও দুটি ছবি নির্মাণ করেছেন যেগুলোর নাম যথাক্রমে ফর আ ফিউ ডলার্‌স মোর এবং দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দি আগলি। এই তিনটি ছবিকে একত্রে ডলার্‌স ত্রয়ী বলা হয়।[][]

এটা যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া স্প্যাগেটি ওয়েস্টার্ন ঘরাণার প্রথম ছবিগুলোর মধ্যে অন্যতম। এ কারণে সংশ্লিষ্ট অনেক ইউরোপীয় ব্যক্তিই মার্কিনী নাম গ্রহণ করেছিলেন। যেমন, সের্জিও লেওনে নিজে "বব রবার্টসন" নাম গ্রহণ করেন। ছবির সঙ্গীত পরিচালক ও সুরকার এনিও মোরিকোন "ড্যান স্যাভিও" নাম গ্রহণ করেন। আ ফিস্টফুল ডলার্‌সের অধিকাংশ শ্যুটিং হয়েছিল স্পেনের আলমেরিয়া প্রদেশে।

তথ্যসূত্র

[সম্পাদনা]

চরিত্রসমূহ

[সম্পাদনা]
  • ক্লিন্ট ইস্টউড - নামবিহীন ব্যক্তি
  • Marianne Koch - মারিসোল
  • Gian Maria Volontè - রামোন রোহো (জনি ওয়েল্‌স)
  • Wolfgang Lukschy - জন বাক্সটার (W. Lukschy)
  • Sieghardt Rupp - এস্তেবান রোহো (S. Rupp)
  • Joseph Egger - পিরিপেরো (Joe Edger)
  • Antonio Prieto - ডন মিগুয়েল রোহো
  • José Calvo - সিলভানিতো (Jose Calvo)
  • Margarita Lozano - কনসুয়েলো বাক্সটার (Margherita Lozano)
  • Daniel Martín - Julián
  • Benito Stefanelli - রুবিও (Benny Reeves)
  • Mario Brega - Chico (Richard Stuyvesant)
  • Bruno Carotenuto - আন্তোনিও বাক্সটার (Carol Brown)
  • Aldo Sambrell - রোহো গ্যাংয়ের সদস্য (Aldo Sambreli)

বহিঃসংযোগ

[সম্পাদনা]