ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | পেরভিস হোসুয়ে এস্তুপিনিয়ান তেনোরিও | ||
জন্ম | ২১ জানুয়ারি ১৯৯৮ | ||
জন্ম স্থান | এসমেরালদাস, ইকুয়েডর | ||
উচ্চতা | ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন | ||
জার্সি নম্বর | ৩০ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:৪৯, ২০ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
পেরভিস হোসুয়ে এস্তুপিনিয়ান তেনোরিও (স্পেনীয়: Pervis Estupiñán, স্পেনীয় উচ্চারণ: [pˈeɾβis ˌestupiɲˈan]; জন্ম: ২১ জানুয়ারি ১৯৯৮; পেরভিস এস্তুপিনিয়ান নামে সুপরিচিত) হলেন একজন ইকুয়েডরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন এবং ইকুয়েডর জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৫ সালে, এস্তুপিনিয়ান ইকুয়েডর অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ইকুয়েডরের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত ইকুয়েডরের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৯ সালে ইকুয়েডরের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইকুয়েডরের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৮ ম্যাচে ৩টি গোল করেছেন।
পেরভিস হোসুয়ে এস্তুপিনিয়ান তেনোরিও ১৯৯৮ সালের ২১শে জানুয়ারি তারিখে ইকুয়েডরের এসমেরালদাসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
এস্তুপিনিয়ান কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১৪ই নভেম্বর তারিখে ঘোষিত ইকুয়েডরের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২][৩]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ইকুয়েডর | ২০১৯ | ১ | ০ |
২০২০ | ৪ | ১ | |
২০২১ | ১৪ | ১ | |
২০২২ | ৯ | ১ | |
সর্বমোট | ২৮ | ৩ |
ইকুয়েডরীয় ফুটবল সম্পর্কিত জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |