পেরি মুবাঙ্গা

পেরি মুবাঙ্গা (জন্ম ১০ অক্টোবর ১৯৮৩) একজন জাম্বীয় ফুটবল ডিফেন্ডার[]

কর্মজীবন

[সম্পাদনা]

তিনি কিটওয়েতে জন্মগ্রহণ করেন। তিনি কিটওয়ে ইউনাইটেড (২০০১-২০০৪), পাওয়ার ডায়নামোস (২০০৪-২০১১), এনকানা (২০১১-২০১২) এবং জেসকো ইউনাইটেড (২০১২-২০১২) এর হয়ে খেলেছেন। [] তিনি জাম্বিয়ান ২০০৯ আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপ দলের একজন ছিলেন। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ফুটবলডেটাবেস.ইইউ-এ পেরি মুবাঙ্গা
  2. "Nkana captain Perry Mubanga ditches Kalampa for Zesco Utd"। Zambian Football। ১৬ জুলাই ২০১২। ১৬ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১২