পেশাওয়ার
| |
---|---|
শহর | |
ডাকনাম: ফুলের শহর | |
Location within Pakistan | |
স্থানাঙ্ক: ৩৪°০১′ উত্তর ৭১°৩৫′ পূর্ব / ৩৪.০১৭° উত্তর ৭১.৫৮৩° পূর্ব | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | খাইবার পাখতুনখোয়া |
জেলা | পেশাওয়ার জেলা |
ইউনিয়ন কাউন্সিল | ৯২ |
সরকার | |
• ধরন | মেট্রোপলিটন শহর |
• মেয়র | আরবাব আসিম |
• ডেপুটি মেয়র | সৈয়দ কাসিম আলি শাহ |
• ডেপুটি কমিশনার | সাকিব রেজা আসলাম[১] |
• সহকারী কমিশনার পেশাওয়ার | মুহাম্মদ মুগহিস সানাউল্লাহ[২] |
আয়তন | |
• শহর | ১,২৫৭ বর্গকিমি (৪৮৫ বর্গমাইল) |
উচ্চতা | ৩৩১ মিটার (১,০৮৬ ফুট) |
সর্বোচ্চ উচ্চতা | ৪৫০ মিটার (১,৪৮০ ফুট) |
জনসংখ্যা (২০১৭)[৩] | |
• শহর | ১৯,৭০,০৪২ |
• ক্রম | ১ম, খাইবার পাখতুনখোয়া ৬ষ্ঠ, পাকিস্তান |
• জনঘনত্ব | ১,৬০০/বর্গকিমি (৪,১০০/বর্গমাইল) |
• মহানগর | ৪২,৬৯,০৭৯ |
পেশাওয়ার মহানগর কর্পোরেশন: ১,৮৯৩,৩৬১ পেশাওয়ার বিশ্ববিদ্যালয় টাউন কাউন্সিল: ৫,৯৪০ পেশাওয়ার সেনানিবাস: ৭০,৭৪১ | |
সময় অঞ্চল | PKT (ইউটিসি+৫) |
এলাকা কোড | 092 |
ভাষাসমূহ | পশতু, হিন্দকো, উর্দু |
HDI | ০.৫৫ (২০১২-২০১৩ এর তথ্য) [৪] |
HDI ক্যাটাগরি | মিডিয়াম |
ওয়েবসাইট | City District Government of Peshawar |
পেশাওয়ার (/pəˈʃɑːwər/; পশতু: پېښور [peˈχəwər] (; )টেমপ্লেট:Lang-hnd; [pɪˈʃɔːɾ] ; উর্দু: پشاور [pɪˈʃɑːʋər] () )পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী ও বৃহত্তম শহর।[৫] আফগানিস্তান- পাকিস্তান সীমান্তের নিকটবর্তী ঐতিহাসিক খাইবার পাসের পূর্ব প্রান্তের নিকটবর্তী পেশোয়ারের প্রশস্ত উপত্যকায় শহরটি অবস্থিত। পেশাওয়ারের রেকর্ড করা ইতিহাসটি খ্রিস্টপূর্ব ৫৩৯-এর পূর্ববর্তী, এটি পাকিস্তানের প্রাচীনতম শহর এবং দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীনতম শহর হিসাবে পরিচিত। প্রাচীন ভারতীয় উপমহাদেশে শহরটি পুরুশাপুরা নামে পরিচিত ছিল এবং কুশন সাম্রাজ্যের রাজধানী হিসাবে কাজ করত; এটি কনিষ্ক স্তূপের আবাসস্থল ছিল। পেশাওয়ারে মুসলিম সাম্রাজ্যের আগমনের আগে হোয়াইট হুনদের দ্বারা বরখাস্ত করা হয়েছিল। ১৭৫৭ সাল থেকে আফগানিস্তান দুররানি সাম্রাজ্যের শীতকালীন রাজধানী হওয়ার পূর্ব পর্যন্ত মুঘল আমলে এই শহরটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল, ১৮৪৫ সালে শিখ সাম্রাজ্যের দ্বারা শহরটি দখল না করা পর্যন্ত চলে, ১৮৪৯ সালে ব্রিটিশরা শিখদের অনুসরণ করে। ২০১৪ সালের আদমশুমারি অনুসারে পেশাওয়ার শহরের জনসংখ্যা হল ১,৯৭০,০৪২, এটি খাইবার পাখতুনখোয়ার বৃহত্তম এবং পাকিস্তানের ষষ্ঠ বৃহত্তম শহর হিসাবে গড়ে উঠেছে। যদিও পেশাওয়ার জেলার জনসংখ্যা ৪,২৯৯,০৭৯ জন।
১৯৯৮ সালে পেশাওয়ার জেলার জনসংখ্যা ছিল ২,০২৬,৮৫১ জন।[৬] শহরের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি বছর ৩.২৯% অনুমান করা হয়, এবং পেশোয়ার জেলার ২০১৬ সালের জনসংখ্যা অনুমান করা হয় ৩,৪০৫,৪১৪। ২০১৭ সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যা ১,৯৭০,০৪২ জন, যা একে পাকিস্তানের ষষ্ঠ বৃহত্তম শহরে পরিণত করেছে।
পেশাওয়ারের মানুষের প্রাথমিক মাতৃভাষাগুলি হল পশতু ভাষা এবং হিন্দকো ভাষা,[৭] যদিও শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ইংরেজি ভাষা ব্যবহৃত হয়, এবং উর্দু ভাষা পুরো শহর জুড়েই বোঝা যায়।[৮]
পেশাওয়ার জেলা অপ্রতিরোধ্যভাবে পশতু ভাষীদের দখলে, যদিও হিন্দকোভাষী সংখ্যালঘু পেশাওয়ারের পুরানো শহরটিতে কেন্দ্রীভূত, পেশাওয়ারের হিন্দকো বক্তারা তাদের বক্তৃতায় পশতু এবং উর্দুর উপাদানগুলিকে ক্রমবর্ধমান করে তোলে।[৯]
পেশাওয়ার অতিমাত্রায় মুসলমান সংখ্যাগরিষ্ঠ শহর, যেখানে ১৯৯৮ সালের আদমশুমারী অনুযায়ী ৯৮.৫% মুসলামন জনসংখ্যা রয়েছে।[১০] প্রায় ২০,০০০ অনুগামী নিয়ে খ্রিস্টান দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী গঠন করেছে, যখন পেশাওয়ারে আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের ৭,০০০ এর বেশি সদস্য বাস করে।[১০] হিন্দু এবং শিখ ধর্মের মানুষও শহরে পাওয়া যায় - যদিও শহরের বেশিরভাগ হিন্দু এবং শিখ সম্প্রদায় ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত বিভাগের পরে ভারতে চলে গিয়েছিল।
পেশাওয়ার ঐতিহাসিকভাবে এই অঞ্চলের রাজনৈতিক কেন্দ্র হিসাবে কাজ করেছে এবং বর্তমানে এটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী শহর। শহর ও প্রদেশটি ঐতিহাসিকভাবে ন্যাশনাল আওয়ামী পার্টির দুর্গ হিসাবে বিবেচিত হয় - এটি একটি ধর্মনিরপেক্ষ বামপন্থী এবং মধ্যপন্থী-জাতীয়তাবাদী দল।[১১][১২] পাকিস্তান পিপলস পার্টিও তার সমাজতান্ত্রিক এজেন্ডার কারণে এই প্রদেশে যথেষ্ট সমর্থন পেয়েছিল।[১১]
<ref>
ট্যাগ বৈধ নয়; Mills
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
ক্রম | প্রদেশ | জনসংখ্যা | ক্রম | প্রদেশ | জনসংখ্যা | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|
করাচি লাহোর |
১ | করাচি | সিন্ধু প্রদেশ | ১ কোটি ৪৯ লক্ষ | ১১ | বাহাওয়ালপুর | পাঞ্জাব প্রদেশ | ৭ লক্ষ ৬২ হাজার | ফয়সালাবাদ রাওয়ালপিন্ডি |
২ | লাহোর | পাঞ্জাব প্রদেশ | ১ কোটি ১১ লক্ষ | ১২ | সারগোদা | পাঞ্জাব প্রদেশ | ৬ লক্ষ ৫৯ হাজার | ||
৩ | ফয়সালাবাদ | পাঞ্জাব প্রদেশ | ৩২ লক্ষ ৪ হাজার | ১৩ | শিয়ালকোট | পাঞ্জাব প্রদেশ | ৬ লক্ষ ৫৫ হাজার | ||
৪ | রাওয়ালপিন্ডি | পাঞ্জাব প্রদেশ | ২০ লক্ষ ৯৮ হাজার | ১৪ | সুক্কুর | সিন্ধু প্রদেশ | ৪ লক্ষ ৯৯ হাজার | ||
৫ | গুজরানওয়ালা | পাঞ্জাব প্রদেশ | ২০ লক্ষ ২৭ হাজার | ১৫ | লারকানা | সিন্ধু প্রদেশ | ৪ লক্ষ ৯০ হাজার | ||
৬ | পেশাওয়ার | খাইবার পাখতুনখোয়া | ১৯ লক্ষ ৭০ হাজার | ১৬ | শেইখুপুরা | পাঞ্জাব প্রদেশ | ৪ লক্ষ ৭৩ হাজার | ||
৭ | মুলতান | পাঞ্জাব প্রদেশ | ১৮ লক্ষ ৭১ হাজার | ১৭ | রহিম ইয়ার খান | পাঞ্জাব প্রদেশ | ৪ লক্ষ ২০ হাজার | ||
৮ | হায়দ্রাবাদ | সিন্ধু প্রদেশ | ১৭ লক্ষ ৩৪ হাজার | ১৮ | ঝং | পাঞ্জাব প্রদেশ | ৪ লক্ষ ১৪ হাজার | ||
৯ | ইসলামাবাদ | রাজধানী অঞ্চল | ১০ লক্ষ ৯ হাজার | ১৯ | ডেরা গাজি খান | পাঞ্জাব প্রদেশ | ৩ লক্ষ ৯৯ হাজার | ||
১০ | কোয়েটা | বেলুচিস্তান | ১০ লক্ষ ১ হাজার | ২০ | গুজরাত | পাঞ্জাব প্রদেশ | ৩ লক্ষ ৯০ হাজার |
পাকিস্তান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |