![]() | |||
পূর্ণ নাম | পোর্তিমোনেন্সে স্পোর্চিং ক্লুবে | ||
---|---|---|---|
প্রতিষ্ঠিত | ১৯১৪ | ||
মাঠ | এস্তাদিও মুনিসিপাল[১] | ||
ধারণক্ষমতা | ৯,৫৪৪ | ||
সভাপতি | ![]() | ||
প্রধান কোচ | ![]() | ||
লিগ | লিগাপ্রো | ||
২০১৯–২০ | ১৭তম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
পোর্তিমোনেন্সে স্পোর্চিং ক্লুবে (ইংরেজি: Portimonense SC; এছাড়াও পোর্তিমোন্সে স্পোর্টিং ক্লাব, পোর্তিমোন্সে এসসি অথবা শুধুমাত্র পোর্তিমোনেন্সে এসসি নামে পরিচিত) হচ্ছে পোর্তিমাঁও ভিত্তিক একটি পর্তুগিজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে পর্তুগালের দ্বিতীয় স্তরের ফুটবল লীগ লিগাপ্রো-এ খেলে। এই ক্লাবটি ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। পোর্তিমোনেন্সে এসসি তাদের সকল হোম ম্যাচ পোর্তিমাঁওয়ের এস্তাদিও মুনিসিপালে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৯,৫৪৪। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন পাওলো সের্জিও এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ফের্নান্দো রোশা। ব্রাজিলীয় রক্ষণভাগের খেলোয়াড় জাদসন ক্রিস্তিয়ানো সিলভা দে মোরাইস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[২]
ঘরোয়া ফুটবলে, পোর্তিমোনেন্সে এসসি এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি লিগাপ্রো এবং ২টি তুর্কি জাতীয় বিভাগ শিরোপা রয়েছে।
টেমপ্লেট:পোর্তিমোনেন্সে স্পোর্টিং ক্লাব টেমপ্লেট:প্রিমেইরা লিগা