ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | পোল জঁ ফ্রঁসোয়া বের্নারদোনি[১] | ||
জন্ম | ১৮ এপ্রিল ১৯৯৭ | ||
জন্ম স্থান | এভ্রি, ফ্রান্স | ||
উচ্চতা | ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আঁজে | ||
জার্সি নম্বর | ১ | ||
যুব পর্যায় | |||
২০০৫–২০১১ | লিয়োসেঁ | ||
২০১১–২০১৩ | লিনা-মোঁলেরি | ||
২০১৩–২০১৫ | ত্রোয়া | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৪–২০১৫ | ত্রোয়া যুব | ৩০ | (০) |
২০১৫–২০১৬ | ত্রোয়া | ১৫ | (০) |
২০১৬–২০২০ | বর্দো | ৭ | (০) |
২০১৭–২০১৮ | → ক্লের্মোঁ (ধার) | ৩৮ | (০) |
২০১৮–২০২০ | → নিম (ধার) | ৬৩ | (০) |
২০২০– | আঁজে | ২৯ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৩–২০১৪ | ফ্রান্স অনূর্ধ্ব-১৭ | ৭ | (০) |
২০১৪–২০১৫ | ফ্রান্স অনূর্ধ্ব-১৮ | ৫ | (০) |
২০১৫–২০১৬ | ফ্রান্স অনূর্ধ্ব-১৯ | ১৪ | (০) |
২০১৬–২০১৭ | ফ্রান্স অনূর্ধ্ব-২০ | ৬ | (০) |
২০১৭–২০১৯ | ফ্রান্স অনূর্ধ্ব-২১ | ১৮ | (০) |
২০২১– | ফ্রান্স অনূর্ধ্ব-২৩ | ০ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৭:০১, ২০ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৭:০১, ২০ জুলাই ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
পোল জঁ ফ্রঁসোয়া বের্নারদোনি (ফরাসি: Paul Bernardoni; জন্ম: ১৮ এপ্রিল ১৯৯৭; পোল বের্নারদোনি নামে সুপরিচিত) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফ্রান্সের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর লীগ ১-এর ক্লাব আঁজে এবং ফ্রান্স অনূর্ধ্ব-২৩ দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
২০১৩ সালে, বের্নারদোনি ফ্রান্স অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ফ্রান্সের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। দলগতভাবে, বের্নারদোনি এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যা তিনি ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে জয়লাভ করেছেন।
পোল জঁ ফ্রঁসোয়া বের্নারদোনি ১৯৯৭ সালের ১৮ই এপ্রিল তারিখে ফ্রান্সের এভ্রিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
বের্নারদোনি জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত ফ্রান্স অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[২][৩]