![]() | |
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | ব্রডশিট |
মালিক | দোয়ান মিডিয়া গ্রুপ |
প্রতিষ্ঠাকাল | ২৩ জানুয়ারি ১৯৯৫ |
ভাষা | তুর্কি |
প্রচলন | ৪৬৬.৯৮৩ [১] |
ওয়েবসাইট | http://www.posta.com.tr/ |
পোস্তা, তুরস্কের দ্বিতীয় সর্বোচ্চ প্রচলিত দৈনিক সংবাদপত্র। এটি ২৩ জানুয়ারি ১৯৯৫ সালে এর প্রকাশনা শুরু করে। ২০০৯ সালে এর দৈনিক প্রচলন ছিল প্রায় ৫১৬.০০০ অনুলিপি।[২] সংবাদপত্রটি ইস্তাম্বুলে প্রকাশিত হয় দোয়ান হোল্ডিং কর্তৃক। যা হিরিয়েতের মত প্রধান তুর্কি সংবাদপত্র প্রকাশ করে থাকে। [৩][৪]
সংবাদপত্রের সম্পাদকীয় লাইনটি নিউইয়র্ক ডেইলি নিউজ বা ডেইলি মিররের মতো ট্যাবলয়েড হিসাবে বর্ণনা করা হয়েছে, যা রাজনীতি এবং অর্থনীতির চেয়ে বিনোদন এবং গসিপের দিকে বেশি মনোযোগ দিয়ে বিস্তৃত শ্রোতাদের কাছে পৌঁছাতে চায়। [৫]