প্যাট্রিক অলিভেল | |
---|---|
জন্ম | ১৯৪২ (বয়স ৮১–৮২) |
পেশা | |
উচ্চশিক্ষায়তনিক পটভূমি | |
শিক্ষা | |
উচ্চশিক্ষায়তনিক কর্ম | |
প্রতিষ্ঠান | ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন |
প্যাট্রিক অলিভেল ভারতবিদ্যা, সাংস্কৃতিক ভাষাতত্ত্ব ও সংস্কৃত সাহিত্যের একজন পণ্ডিত।[১][২] তার কাজ সন্ন্যাসব্রত, ত্যাগ ও ধর্মের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে।
তিনি ১৯৯১ সাল থেকে ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন এর সংস্কৃত ভাষা ও ভারতীয় ধর্মের অধ্যাপক ছিলেন।[১][৩]
অলিভেলের জন্ম শ্রীলঙ্কায়।[৩] ১৯৭২ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি বি এ (সম্মান) ডিগ্রি অর্জন করেন, যেখানে তিনি টমাস বারো এবং রবার্ট চার্লস জাহেনারের কাছে সংস্কৃত, পালি ও ভারতীয় ধর্ম অধ্যয়ন করেন।[৩] লুডো রোচারের তত্ত্বাবধানে যাদব প্রকাশের যতিধর্ম প্রকাসের সমালোচনামূলক সংস্করণ ও অনুবাদ সম্বলিত গবেষণামূলক প্রবন্ধের জন্য ১৯৭৪ সালে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[৩] ১৯৭৪ থেকে ১৯৯১ সালের মধ্যে, অলিভেল ইন্ডিয়ান ইউনিভার্সিটি ব্লুমিংটনের ধর্ম অধ্যয়ন বিভাগে পড়াতেন।[১]