প্যাট্রিশিয়া নিল | |
---|---|
Patricia Neal | |
জন্ম | প্যাটসি লুইস নিল ২০ জানুয়ারি ১৯২৬ প্যাকার্ড, কেন্টাকি, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | আগস্ট ৮, ২০১০ এজারটাউন, ম্যাসাচুসেট্স, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮৪)
সমাধি | অ্যাবি অব রেজিনা লাউডিস |
মাতৃশিক্ষায়তন | নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৪৫-২০০৯ |
দাম্পত্য সঙ্গী | রুয়াল দাল (বি. ১৯৫৩; বিচ্ছেদ. ১৯৮৩) |
সন্তান | ৫; অলিভিয়া, টেসা, ওফেলিয়া, ও লুসি-সহ |
আত্মীয় | সোফি দাল (নাতনী) ফিবি দাল (নাতনী) |
প্যাট্রিশিয়া নিল (জন্ম প্যাটসি লুইস নিল, ২০ জানুয়ারি ১৯২৬ - ৮ আগস্ট ২০১০) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি অ্যানাদার পার্ট অব দ্য ফরেস্ট নাটকে অভিনয় করে ১৯৪৭ সালে মঞ্চনাটকে শ্রেষ্ঠ চরিত্রাভিনেত্রী বিভাগে টনি পুরস্কার অর্জন করেন। দ্য ডে দ্য আর্থ স্টুড স্টিল (১৯৫১) চলচ্চিত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধবা হওয়া নারী হেলেন বেনসন, আ ফেস ইন দ্য ক্রাউড (১৯৫৭) চলচ্চিত্রে বেতার সাংবাদিক মার্সিয়া জেফ্রিস, ব্রেকফাস্ট অ্যাট টিফানিস (১৯৬১) চলচ্চিত্রে ধনী বিধবা এমিলি ইউস্টেস ফেইলেনসন, এবং হুড (১৯৬৩) চলচ্চিত্রে গৃহকর্মী আলমা ব্রাউন চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। তিনি হুড চলচ্চিত্রে অভিনয়ের জন্য একটি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার এবং দ্য সাবজেক্ট ওয়াজ রোজেস (১৯৬৮) চলচ্চিত্রের জন্য অপর একটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি মাতৃস্থানীয় চরিত্রে টেলিভিশন চলচ্চিত্র দ্য হোমকামিং: আ ক্রিসমাস স্টোরি (১৯৭১)-এ অভিনয় করেন এবং নাট্যধর্মী টিভি ধারাবাহিকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন ও একটি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এই চলচ্চিত্রে তার অভিনীত অলিভিয়া ওয়ালটন চরিত্র থেকে হয়ে অনুপ্রাণিত দ্য ওয়ালটন্স ধারাবাহিক নির্মিত হয়।
প্যাট্রিশিয়া নিল ১৯২৬ সালের ২০শে জানুয়ারি কেন্টাকি অঙ্গরাজ্যের প্যাকার্ডে জন্মগ্রহণ করেন। তার পিতা উইলিয়াম বার্ডেট নিল (১৮৯৫-১৯৪৪) এবং মাতা ইউরা মিলড্রেড (বিবাহপূর্ব পেট্রি) নিল (১৮৯৯-২০০৩)। তার দুই ভাইবোন ছিল।[১][২]
তিনি টেনেসি অঙ্গরাজ্যের নক্সভিলে বেড়ে ওঠেন এবং সেখানে নক্সভিল হাই স্কুলে পড়াশোনা করেন।[৩] তিনি নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিষয়ে অধ্যয়ন করেন, সেখানে তিনি পি বেটা ফি সরোরিটির সদস্য ছিলেন। নর্থওয়েস্টার্নে তিনি ক্যাম্পাস সুন্দরী প্রতিযোগিতা সিলেবাস কুইন মুকুট অর্জন করেন।[৪]
নিল নিউ ইয়র্কে ব্রডওয়ে মঞ্চে জন ভ্যান ড্রুটেনের দ্য ভয়েস অব দ্য টার্টল নাটকে প্রতিনট হিসেবে তার প্রথম কাজ পান। পরবর্তীকালে তিনি লিলিয়ান হেলম্যানের অ্যানাদার পার্ট অব দ্য ফরেস্ট (১৯৪৬) নাটকে অভিনয় করে ১৯৪৭ সালে প্রদত্ত প্রথম টনি পুরস্কার আয়োজনে মঞ্চনাটকে শ্রেষ্ঠ চরিত্রাভিনেত্রী বিভাগে পুরস্কার অর্জন করেন।[১]
নিল পল নিউম্যানের বিপরীতে হুড (১৯৬৩) চলচ্চিত্রে গৃহকর্মী আলমা ব্রাউন চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন।[৫] চলচ্চিত্রটি মুক্তির পর প্রত্যাশা করা হয়েছিল যে তিনি পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন পাবেন, কিন্তু যখন পুরস্কার প্রদান শুরু হলে তিনি নিউ ইয়র্ক চলচ্চিত্র সমালোচক সমিতি, ন্যাশনাল বোর্ড অব রিভিউ[৬] এবং ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস[৭] থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার গ্রহণ করতে শুরু করেন।
নিল অটো প্রেমিঙারের ইন হার্ম্স ওয়ে (১৯৬৫) চলচ্চিত্রে পুনরায় জন ওয়েনের সাথে কাজ করেন এবং তার দ্বিতীয় বাফটা পুরস্কার অর্জন করেন।[৮] তার পরবর্তী চলচ্চিত্র ছিল ফ্র্যাঙ্ক ডি. গিলরয়ের পুলিৎজার পুরস্কার জয়ী দ্য সাবজেক্ট ওয়াজ রোজেস নাটক অবলম্বনে একই নামের (১৯৬৮) চলচ্চিত্র। দ্য নিউ ইয়র্ক টাইমস-এর ভিনসেন্ট ক্যানবি তার অভিনয় সম্পর্কে লিখেন, "মিস নিলের উপস্থিতি ... চলচ্চিত্রটিকে আবেগময় প্রভাব এনে দেয়, যা অন্যথায় হত না। প্রকৃতপক্ষে, এই ধরনের একাক্ষরিক নিরর্থকতার জন্য তার অধিক শৈলী এবং বুদ্ধিমত্তা রয়েছে।"[৯] শিকাগো সান-টাইমস-এর রজার ইবার্ট এই চলচ্চিত্র ও বাকি অভিনয়শিল্পীদের অভিনয়ের সমালোচনা করলেও তার অভিনয়ের প্রশংসা করে লিখেন, "যখন তিনজন অভিনয়শিল্পী (জ্যাক অ্যালবার্টসন ও মার্টিন শিন) একসাথে পর্দায় উপস্থিত হন তার অভিনয় বাকি দুজনকে লজ্জাকরভাবে মঞ্চনাটকীয় করে তুলে।"[১০] এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে আরেকটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৫]
তিনি মাতৃস্থানীয় চরিত্রে টেলিভিশন চলচ্চিত্র দ্য হোমকামিং: আ ক্রিসমাস স্টোরি (১৯৭১)-এ অভিনয় করেন এবং নাট্যধর্মী টিভি ধারাবাহিকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন[১১] ও একটি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১২] এই চলচ্চিত্রে তার অভিনীত অলিভিয়া ওয়ালটন চরিত্র থেকে হয়ে অনুপ্রাণিত দ্য ওয়ালটন্স ধারাবাহিক নির্মিত হয়। ১৯৯৯ সালে আর্কাইভ অব আমেরিকান টেলিভিশনে সাক্ষাৎকারে দ্য ওয়ালটন্স-এর নির্মাতা আর্ল হ্যামনার বলেন তিনি ও প্রযোজক নিলের স্বাস্থ্য নিয়ে অনিশ্চিত ছিলেন যে তিনি সাপ্তাহিক টেলিভিশন ধারাবাহিকের জন্য সময় দিতে পারবেন কিনা; তাই তার পরিবর্তে মাইকেল লার্নেডকে অলিভিয়া ওয়ালটন চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল।
নিল ১৯৭০-এর দশকে একাধিক টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেন, তন্মধ্যে উল্লেখযোগ্য হল ব্যথা নিরামক ঔষধ অ্যানাসিন এবং ম্যাক্সিম ইনস্ট্যান্ট কফি। তিনি ১৯৭৫ সালে এনবিসিতে প্রচারিত লিটল হাউজ অন দ্য প্রেইরি ধারাবাহিকের একটি পর্বে তিন সন্তানের জন্য ঠাঁই খোঁজা মৃত্যুপথযাত্রী বিধবা মায়ের চরিত্রে অভিনয় করেন। ১৯৭৭ সালে টেলিভিশন চলচ্চিত্র টেইল গানার জো-এ সেনেটর মার্গারেট চেজ স্মিথ চরিত্রে অভিনয় করে তিনি হাস্যরসাত্মক বা নাট্যধর্মী বিশেষানুষ্ঠানে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১৩] ১৯৭৯ সালে অন কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট টিভি চলচ্চিত্রে অভিনয় করে সীমিত ধারাবাহিক বা বিশেষানুষ্ঠানে সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে আরেকটি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১৪]