প্যাট্রিসিয়া রোদাস | |
---|---|
হন্ডুরাসের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী | |
কাজের মেয়াদ ৬ জানুয়ারি, ২০০৯ – ২৮ জুন, ২০০৯ | |
রাষ্ট্রপতি | মানুয়েল জেলায়া |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | তেগুসিগালপা, হন্ডুরাস | ২২ জুন ১৯৬০
রাজনৈতিক দল | লিবার্টি অ্যান্ড রিফাউন্ডেশন |
অন্যান্য রাজনৈতিক দল | লিবারেল পার্টি, হন্ডুরাস (former) |
প্যাট্রিসিয়া রোদাস (জন্ম: ২২ জুন ১৯৬০) হলেন একজন হন্ডুরান রাজনীতিবিদ এবং হন্ডুরাসের একজন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ও হন্ডুরাস লিবারাল পার্টির শীর্ষস্থানীয় সদস্য। ২০০৯ সালের জুলাইয়ে পদচ্যুত হয়ে তিনি পরবর্তীকালে লিবার্টি অ্যান্ড রিফান্ডেশন পার্টি প্রতিষ্ঠায় ভূমিকা পালন করেছিলেন।
হন্ডুরাস জাতীয় কংগ্রেসের প্রাক্তন রাষ্ট্রপতি মোডেস্তো রোদাস আলভারাদোর কন্যা প্যাট্রিসিয়া রোদাস নিজের রাজনৈতিক কর্মজীবন শুরু করেছিলেন লিবারেল পার্টিতে, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতির ভূমিকায় অবতীর্ণ হয়ে। পরে তিনি ম্যানুয়েল জেলিয়ার সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন।[১]
২০০৯ হন্ডুরান সাংবিধানিক সংকট চলাকালীন তাঁকে হন্ডুরান সামরিক বাহিনী দ্বারা বন্দী করে রাখা হয়েছিল এবং তাঁকে মেক্সিকোতে নির্বাসনে বাধ্য করা হয়েছিল। সেখানে থাকাকালীন তিনি রাষ্ট্রপতি পদ ফিরে পাওয়ার চেষ্টায় জেলায়ার মুখপাত্র হয়েছিলেন। [২]