কনমেবল | |
---|---|
![]() | |
প্রতিষ্ঠিত | ১৯০৬[১] |
সদর দপ্তর | আসুনসিওন, প্যারাগুয়ে |
ফিফা অধিভুক্তি | ১৯২৫[১] |
কনমেবল অধিভুক্তি | ১৯২১ |
সভাপতি | ![]() |
সহ-সভাপতি | |
ওয়েবসাইট | www |
প্যারাগুয়ীয় ফুটবল অ্যাসোসিয়েশন ([asosjaˈsjom paɾaˈɣwaʝa ðe ˈfutβol], স্পেনীয়: Asociación Paraguaya de Futbol, ইংরেজি: Paraguayan Football Association; এছাড়াও সংক্ষেপে এপিএফ এবং পিএফএ নামে পরিচিত) হচ্ছে প্যারাগুয়ের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।[৩] এই সংস্থাটি ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১৯ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১৫ বছর পর ১৯২১ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে অবস্থিত।
এই সংস্থাটি প্যারাগুয়ের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে প্যারাগুয়ীয় প্রথম বিভাগ, প্যারাগুয়ীয় মধ্যবর্তী বিভাগ এবং প্যারাগুয়ীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে প্যারাগুয়ীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন রবার্ট হ্যারিসন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন লুইস কানোন্নিকোফ।
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | রবার্ট হ্যারিসন |
সহ-সভাপতি | হাবিয়ের দিয়াস দে বিবার |
কার্লোস সোসা | |
সাধারণ সম্পাদক | লুইস কানোন্নিকোফ |
কোষাধ্যক্ষ | উগো কুরোকি |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | ফের্নান্দো অরটিস |
প্রযুক্তিগত পরিচালক | দগলাস মার্তিনেস |
ফুটসাল সমন্বয়কারী | হোসে লুইস আলদের |
জাতীয় দলের কোচ (পুরুষ) | এদুয়ার্দো বেরিজ্জো |
জাতীয় দলের কোচ (নারী) | এপিফানিয়া বেনিতেস |
রেফারি সমন্বয়কারী | তাদেও আন্দ্রেস আলবারেস ক্রিস্তালদো |