প্রণালী রাঠোর | |
---|---|
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০১৮-বর্তমান |
পরিচিতির কারণ | ব্যারিস্টার বাবু কিউন উথে দিল ছোর আয়ে ইয়েহ রিস্তা কেয়া কেহালাতা হ্যায় |
প্রণালী রাঠোর একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল যিনি প্রাথমিকভাবে হিন্দি টেলিভিশনে কাজ করেন। তিনি ব্যারিস্টার বাবু সৌদামিনী ভৌমিক এবং রাধা সাহনি কিউন উত্তে দিল ছোড় আয়ে টিভি সিরিয়ালে অভিনয়ের জন্য পরিচিত।[১]
বর্তমানে রাঠোর ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় ছবিতে অক্ষরা গোয়েঙ্কা বিড়লার চরিত্রে অভিনয় করছেন।[২]
রাঠোর ২০১৮ সালে পেয়ার পেহলি বার দিয়ে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন। শো-এর প্রথম পর্বে তিনি সানভির চরিত্রে উপস্থিত হয়েছিলেন।
২০১৯ সালে তিনি কিংশুক বৈদ্যের বিপরীতে জাত না পুচো প্রেম কি-তে সুমনের প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন।
২০২০ সালে তিনি পর্ব নাটক ব্যারিস্টার বাবু-এ সৌদামিনী ভৌমিক গ্রিনউডের চরিত্রে অভিনয় করেছিলেন।
২০২১ সালে তিনি রাধা ব্রিজ সাহানি চরিত্রে অভিনয় করেছিলেন যা ছিল একটি পর্ব নাটক কিউন উত্তে দিল ছোড় আয়ে যশ টঙ্ক এর বিপরীতে অভিনীত।[৩] একই বছরে, তিনি তার ওয়েব সিরিজ চুৎজপা তৈরি করেন, যেখানে তাকে রিচা চরিত্রে দেখা যায়। পরবর্তীতে তিনি "হামকো তো পেয়ার হোগায়া" মিউজিক ভিডিওতে হাজির হন।
২০২১ সালের অক্টোবর থেকে তিনি "ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়" এ হার্শাদ চোপড়ার বিপরীতে অক্ষরা গোয়েঙ্কা বিড়লা চরিত্রে অভিনয় করছেন।[৪][৫]
বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য | রিফ. |
---|---|---|---|---|
২০১৮ | পেয়ার পেহলি বার | সানভি | পর্ব ১ | [৬] |
২০১৯ | জাত না পুছো প্রেম কি | সুমন প্রজাপতি | [৭] | |
২০২০ | ব্যারিস্টার বাবু | সৌদামিনী "বেটি" গ্রিনউড (নি ভৌমিক) | [৮] | |
২০২১ | কিয়ুন উত্তে দিল ছোড় আয়ে | রাধা সাহানি | [৯] | |
২০২১–বর্তমান | ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় | অক্ষরা "অক্ষু" বিড়লা (নি গোয়েঙ্কা) | [১০] | |
২০২২ | রবিবার উইথ স্টার পরিবার | পর্ব ১/৩/৪/৬ | [১১] |
বছর | শিরোনাম | চরিত্র | রেফা. |
---|---|---|---|
২০২১ | ছুটজপাহ | রিচা | [১২] |
বছর | শিরোনাম | গায়ক | রেফা. |
---|---|---|---|
২০২১ | হামকো তোহ পেয়ার হোগায়া | রাজ বর্মন | [১৩] |