এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(ফেব্রুয়ারি ২০২০) |
প্রতিদ্বন্দ্বী Pratidwandi (The Adversary) | |
---|---|
পরিচালক | সত্যজিৎ রায় |
প্রযোজক | প্রিয়া ফিল্মস (নেপাল দত্ত, অসিম দত্ত) |
রচয়িতা | সত্যজিৎ রায় |
শ্রেষ্ঠাংশে | ধৃতিমান চট্রোপ্যাধায় কৃষ্ণা বসু ইন্দিরা দেবী কল্যাণ চৌধুরী জয়শ্রী রায় দেবরাজ রায় শেফালী |
মুক্তি | ২৭ অক্টোবর, ১৯৭০ |
স্থিতিকাল | ১১০ মিনিট |
ভাষা | বাংলা |
প্রতিদ্বন্দ্বী ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র। সুনীল গঙ্গোপাধ্যায় রচিত উপন্যাস অবলম্বনে তৈরি এই চলচ্চিত্রে মুখ্য ভুমিকায় অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়। এটি সত্যজিৎ রায়ের কলকাতা ত্রয়ী সিরিজের প্রথম চলচ্চিত্র।