প্রতিবিম্বিত গোলকের সাথে হাত | |
---|---|
শিল্পী | মাউরিৎস কোর্নেলিস এশ্যর |
বছর | জানুয়ারি, ১৯৩৫ |
ধরন | লিথোগ্রাফ |
আয়তন | ৩১.৮ সেন্টিমিটার × ২১.৩ সেন্টিমিটার (১২.৫ ইঞ্চি × ৮.৪ ইঞ্চি) |
প্রতিবিম্বিত গোলকের সাথে হাত (ইংরেজি: Hand with Reflecting Sphere) "গোলাকৃতির আয়নায় স্ব-প্রতিকৃতি" নামেও পরিচিত একটি লিথোগ্রাফে মুদ্রিত ওলন্দাজ চিত্রকর মাউরিৎস কোর্নেলিস এশ্যরের চিত্রকর্ম।১৯৩৫ সালের জানুয়ারি'তে চিত্রকর্মটি প্রথম মুদ্রিত হয়েছিল।[১] চিত্রকর্মে প্রতিবিম্বিত গোলক ধরে রাখা একটি হাত অঙ্কিত হয়েছে। গোলকে কক্ষের চারিপাশের প্রতিবিম্ব আছে। গোলক ধরে রাখা হাতটি চিত্রকর এশ্যরের। চিত্রটি এশ্যরের স্ব-প্রতিকৃতি।[২]
চিত্রটি এশ্যরের প্রতিবিম্বিত গোলকে স্ব-প্রতিকৃতি'র একটি বিখ্যাত কর্ম। প্রতিবিম্বে স্ব-প্রতিকৃতি, বিশেষ করে গোল বা উত্তলপৃষ্ঠে প্রতিকৃতি অঙ্কন এশ্যরের চিত্রকর্মের সাধারণ বৈশিষ্ট্য ছিল। এশ্যরের বেশিরভাগ স্ব-প্রতিকৃতির মত এই চিত্রকর্মে এশ্যরকে উপবেশিত অবস্থায় গোলকের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। এশ্যরের পিছনে ঘরের ছাদ, দেয়াল,জানালা, দেয়ালে সাজানো বইপথ, বিভিন্ন আসবাব-পত্র এবং ইন্দোনেশিয়ার ছায়াপুতুল সহ বেশকয়েকটি ফ্রেমবন্দি চিত্র অঙ্কিত হয়েছে।[২]
গ্রন্থসূত্র