কনভেন্ট অব জিসাস অ্যান্ড মেরি উষা প্রভিন গান্ধী কলেজ অব ম্যানেজমেন্ট
পেশা
অভিনেত্রী
কর্মজীবন
২০২০–বর্তমান
প্রতিভা রন্তা (জন্ম: ১৭ ডিসেম্বর, ২০০০) একজন ভারতীয় অভিনেত্রী, যিনি হিন্দি চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করেন। রন্তা টেলিভিশন অনুষ্ঠান কুরবান হুয়া (২০২০-২০২১)-এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি তার অভিষেক চলচ্চিত্রে লাপাতা লেডিস (২০২৪) এবং ওয়েব ধারাবাহিক হীরামন্ডী (২০২৪)-এ অভিনয় করেছেন।[১]
রন্তা ২০০০ সালের ১৭ ডিসেম্বর হিমাচল প্রদেশেরশিমলা জেলার টিক্কারের একটি পাহাড়িরাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন। পরে তিনি শিক্ষাগ্রহণের উদ্দেশ্যে শিমলায় চলে যান।[২][৩] তিনি কনভেন্ট অব জিসাস অ্যান্ড মেরি, শিমলায় পড়াশোনা করেন এবং মুম্বইয়ের উষা প্রভিন গান্ধী কলেজ অব ম্যানেজমেন্ট থেকে চলচ্চিত্র নির্মাণে স্নাতক হন।