প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় | |
---|---|
![]() জন্মদিনের অনুষ্ঠানে প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় | |
জন্ম | [১][২] | ১০ আগস্ট ১৯৯১
মৃত্যু | ১ এপ্রিল ২০১৬ | (বয়স ২৪)
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০১০–২০১৬ |
পরিচিতির কারণ |
প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় (১০ আগস্ট ১৯৯১ – ১ এপ্রিল ২০১৬) ছিলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। তিনি অসংখ্য টেলিভিশন ও রিয়েলিটি অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন।[৩]
প্রত্যুষা ২০১০ সালে বালিকা বধূ টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে প্রথম স্বীকৃতি পান।[৪] এটি ছিল টেলিভিশন ধারাবাহিকে তার প্রথম প্রধান ভূমিকা, যেখান থেকে তিনি "আনন্দী" নামটি অর্জন করেন।[৪] এছাড়া তিনি রিয়েলিটি অনুষ্ঠান বিগ বস ৭ (২০১৩) এ অংশগ্রহণ করেন।[৫]
প্রত্যুষা ঝাড়খণ্ডের জামশেদপুর শহরের একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন।[৬] তার বাবা শঙ্কর একজন পরিচিত সমাজকর্মী এবং তাদের নিজস্ব একটি এনজিও চালান। তার মা সোমা বন্দ্যোপাধ্যায়। ২০১০ সালে প্রত্যুষা টেলিভিশন ও চলচ্চিত্রে কাজ করার জন্য জামশেদপুর ছেড়ে মুম্বইতে চলে আসেন।[৭]
তিনি স্টার প্লাসে ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় এ রক্ত সম্বন্ধ অনুষ্ঠানে বানি (হিনা খান অভিনীত অক্ষরার সেরা বন্ধু) চরিত্রকে অনুসরণ করে সহকারী ভূমিকায় অবদান রাখার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন।
তিনি ২০১০ সালের ভারতীয় টেলিভিশন ধারাবাহিক বালিকা বধূতে অভিকা গোরের স্থলাভিষিক্ত হয়ে আনন্দীর প্রাপ্তবয়স্ক সংস্করণ হিসাবে প্রধান ভূমিকার জন্য নির্বাচিত হন। প্রত্যুষার মতে, লখনউয়ের প্রতিযোগী নিবেদিতা তিওয়ারি ও মুম্বইয়ের কেতকী চিতালেকে ছাড়িয়ে তিনি একটি প্রতিভা অন্বেষণের মাধ্যমে নির্বাচিত হন।[৬] অনুষ্ঠানটি সফল হওয়ার পর তিনি ঝলক দিখলা জা (পর্ব ৫) এ অংশ নেন। যাইহোক, নাচের মহড়ার সময় তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না বলে তিনি নাচের অনুষ্ঠানটি ছেড়ে দেন।[৮][৯]
২০১৩ সালে তিনি বিগ বস অনুষ্ঠানের সপ্তম পর্বে সবচেয়ে সেরা প্রতিযোগী ছিলেন।[১০][১১][১২][১৩][১৪] তিনি তার সঙ্গী রাহুল রাজ সিংয়ের সাথে পাওয়ার কাপলে উপস্থিত হন।[১৫] এছাড়া তিনি হাম হ্যায় না,[১৬] সাসুরাল সিমার কা, আহট, সাবধান ভারত এবং গুলমোহর গ্র্যান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।[১৭]
তার সবচেয়ে উল্লেখযোগ্য কাজ ছিল বালিকা বধূ ধারাবাহিকে এবং তিনি আনন্দী নামে বেশি পরিচিত ছিলেন।[১৮]
প্রত্যুষা ২০১৫ সালের এপ্রিলে প্রযোজক বিকাশ গুপ্তের সাথে ডেটিং করছেন বলে গুজব শোনা যায়। তবে ২০১৫ সালের আগস্টের একটি রিপোর্ট অনুযায়ী, প্রত্যুষা ব্যবসায়ী মকরন্দ মালহোত্রার সাথে তার বিচ্ছেদের পর অভিনেতা ও প্রযোজক রাহুল রাজ সিংয়ের সাথে ডেটিং শুরু করেন।[১৯]
২০১৬ সালের ১ এপ্রিল ২৪ বছর বয়সে প্রত্যুষাকে তার মুম্বই অ্যাপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কোকিলাবেন হাসপাতাল তার মৃত্যু নিশ্চিত করে। ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী তার মৃত্যুর কারণ শ্বাসরোধ।[২০][২১][২২][২৩]
যদিও তার বাবা-মা অভিযোগ করেন যে তাকে তার প্রেমিক, অভিনেতা ও প্রযোজক রাহুল রাজ সিং খুন করেছে এবং আত্মহত্যা করেছে। তারা তার বিরুদ্ধে অভিযোগ আনে।[২৪] এরপর ২০১৮ সালে তার প্রেমিক রাহুল রাজ সিং মুম্বইয়ের দিনদোশি দায়রা আদালতে মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য একটি আবেদন করেন। প্রয়াত টেলিভিশন অভিনেত্রীর বাবা-মায়ের উপর দোষ চাপিয়ে রাহুল আবেদনে বলেন যে, তার বাবা-মা তার নামে ভারী ঋণ নিয়েছিলেন এবং অভিনেত্রী তার ঋণ পরিশোধ করতে না পারায় হতাশ হন এবং আত্মহত্যা করার পদক্ষেপ নেন।[২৫][২৬][২৭]
বছর | শো | ভূমিকা | মন্তব্য |
---|---|---|---|
২০১০ | রক্ত সম্বন্ধ | প্রিয়া জাগিরদার | |
ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় | বানি | ||
২০১০-১৩ | বালিকা বধূ | আনন্দী জগদীশ সিং / আনন্দী শিবরাজ শেখর | প্রধান ভূমিকা |
২০১১ | কিচেন চ্যাম্পিয়ন মৌসুম ৪ | অতিথি | |
২০১২ | ঝলক দিখলা জা ৫ | প্রতিযোগী | |
২০১৩ | বিগ বস ৭ | প্রতিযোগী | |
২০১৪ | পেয়ার তুনে কেয়া কিয়া | অনিয়মিত ভূমিকা | |
সাবধান ভারত | নিয়ন্ত্রক | ||
২০১৪-১৫ | হাম হ্যায় না | সাগরিকা মিশরা | প্রধান ভূমিকা |
২০১৪ | কৌন বনেগা ক্রোড়পতি | অতিথি | |
২০১৫ | কিলার কারাওকে আটকা তোহ লাটকাহ | অতিথি | |
ইতনা করো না মুঝে পেয়ার | অতিথি | ||
কমেডি ক্লাস | বলিকা সিধু | কমিক ভূমিকা | |
গুলমোহর গ্র্যান্ড | পারিন্দা পাঠক | বিশেষ উপস্থিতি | |
সাসুরাল সিমার কা | মোহিনী | প্রতিপক্ষ | |
স্বরাগিনী – জোড়ে রিশতা কে সুর | অতিথি (মোহিনী চরিত্রে) | ||
কুমকুম ভাগ্য[২৮] | অতিথি | ||
আহট | অনিয়মিত ভূমিকা | ||
ব্যাড কোম্পানি | অতিথি | ||
পাওয়ার কাপল | প্রতিযোগী | ||
২০১৬ | আধুরি কাহানি হামারি | নাগিন | প্রধান ভূমিকা |
ইয়ে বাদা রাহা | অতিথি |
বছর | পুরস্কার | বিভাগ | শো | ফলাফল |
---|---|---|---|---|
২০১০ | ভারতীয় টেলি পুরস্কার | সেরা তাজা নতুন মুখ – নারী | বালিকা বধূ | মনোনীত |
২০১২ | ভারতীয় টেলি পুরস্কার | প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী | ||
সেরা টেলিভিশন ব্যক্তিত্ব | ||||
সেরা অনস্ক্রিন দম্পতি | ||||
পিপলস চয়েস পুরস্কার ভারত | প্রিয় নাটক অভিনেত্রী | |||
সবচেয়ে সুদর্শন অনস্ক্রিন জুটি | ||||
বিগ স্টার এন্টারটেইনমেন্ট পুরস্কার | বিগ স্টারের সবচেয়ে বিনোদনমূলক টেলিভিশন অভিনয়শিল্পী – নারী | বিজয়ী[২৯] |