প্রথম আজেস | |
---|---|
ইন্দো-সিথিয় শাসক | |
রাজত্ব | খ্রিস্টপূর্বাব্দ |
পূর্বসূরি | তেলেফোস ইউয়ের্গেতেস (ইন্দো-গ্রিক) ইপ্পোস্ত্রাতোস (ইন্দো-গ্রিক) স্পলিরিস |
উত্তরসূরি | আজিলিসেস |
প্রথম আজেস বা প্রথম অজ বা প্রথম অয়[১] খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর একজন ইন্দো-সিথিয় শাসক ছিলেন।
প্রথম আজেস প্রচুর দ্বিভাষী মুদ্রা প্রচলন করেন যার এক পিঠে গ্রিক লিপিতে বাসিলেওস বাসিলেওন মেগালোউ আজোউ এবং অপর পিঠে খরোষ্ঠী লিপিতে রাজাতিরাজস মহতস অয়স কথাটি উৎকীর্ণ রয়েছে। তার মুদ্রায় অশ্বারূঢ় বর্শা নিক্ষেপরত রাজার চিত্র মুদ্রিত রয়েছে।[২] প্রথম আজেসের নামাঙ্কিত যে সকল প্রচুর দ্বিভাষী মুদ্রা আবিষ্কৃত হয়েছে, তার কয়েকটিতে এক পিঠে প্রথম আজেসের নাম (বাসিলেওস বাসিলেওন মেগালোউ আজোউ) গ্রিক লিপিতে উৎকীর্ণ থাকলেও মুদ্রাগুলির অপর পিঠে ইন্দো-সিথিয় শাসক খরোষ্ঠী লিপিতে আজিলিসেসের নাম (রাজাতিরাজস মহতস অয়িলিসস) উৎকীর্ণ রয়েছে। সেই কারণে হোয়াইটহেড এই দুই শাসককে একই ব্যক্তি বলে মনে করেছেন,[৩] কিন্তু উইলিয়াম উডথর্প টার্ন ও ম্যাকডাওয়েল তাদের দুইজনকে ভিন্ন ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছেন।[৪][৫]
প্রথম আজেস
| ||
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী তেলেফোস ইউয়ের্গেতেস (ইন্দো-গ্রিক) (আরাখোশিয়া) |
ইন্দো-সিথিয় শাসক | উত্তরসূরী আজিলিসেস |
পূর্বসূরী ইপ্পোস্ত্রাতোস (ইন্দো-গ্রিক) (পশ্চিম পাঞ্জাব) | ||
পূর্বসূরী স্পলিরিস |