প্রথম আবদুর রহমান | |
---|---|
কর্ডোবা আমিরাতের প্রথম আমির | |
রাজত্ব | ৭৫৬-৭৮৮ |
পূর্বসূরি | উমাইয়া খলিফা দ্বিতীয় মারওয়ান |
উত্তরসূরি | প্রথম হিশাম |
জন্ম | ৭৩১ দামেস্কের নিকটে |
মৃত্যু | ৭৮৮ কর্ডোবা, আল আন্দালুস |
Spouse | হুলাল |
বংশধর | সুলায়মান উমর প্রথম হিশাম আবদুল্লাহ |
রাজবংশ | উমাইয়া |
পিতা | মুয়াবিয়া ইবনে হিশাম |
ধর্ম | ইসলাম |
প্রথম আবদুর রহমান (পুরো নাম আবদুর রহমান ইবনে মুয়াবিয়া ইবনে হিশাম ইবনে আবদুল মালিক ইবনে মারওয়ান) (৭৩১-৭৮৮) ছিলেন কর্ডোবা আমিরাত শাসনকারী রাজবংশের প্রতিষ্ঠাতা। পরবর্তীতে এই আমিরাত খিলাফতে রূপ নেয়। আবদুর রহমানের প্রতিষ্ঠিত সরকার বাকি মুসলিম বিশ্ব থেকে পৃথক হয়ে পড়ে। মুসলিম বিশ্বের অন্যত্র এসময় আব্বাসীয় খিলাফতের শাসন চলছিল। ৭৫০ সালে উমাইয়াদের পরাজিত করে আব্বাসীয়রা ক্ষমতায় আসে।
প্রথম আবদুর রহমান বনু কুরাইশ এর ক্যাডেট শাখা মৃত্যু: ৭৮৮
| ||
পূর্বসূরী ইউসুফ ইবনে আবদুর রহমান আল ফিহরি আল আন্দালুসের গভর্নর হিসেবে |
কর্ডোবার আমির ৭৫৬–৭৮৮ |
উত্তরসূরী প্রথম হিশাম |