প্রদীপ সরকার | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ২৪ মার্চ ২০২৩ | (বয়স ৬৭)
পেশা | চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার |
কর্ম | পূর্ণ তালিকা |
পুরস্কার | পূর্ণ তালিকা |
প্রদীপ সরকার (৩০ এপ্রিল ১৯৫৫ - ২৪ মার্চ ২০২৩)[১] একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও বিজ্ঞাপন নির্মাতা। তিনি পরিণীতা (২০০৫) চলচ্চিত্র পরিচালনার জন্য সর্বাধিক পরিচিত। এই চলচ্চিত্রের জন্য তিনি পরিচালকের শ্রেষ্ঠ অভিষেক চলচ্চিত্র বিভাগে ইন্দিরা গান্ধী পুরস্কার অর্জন করেন এবং শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি লাগা চুনরি মেঁ দাগ (২০০৭) ও মর্দানি (২০১৪) চলচ্চিত্র পরিচালনা করেন।
সরকার ১৯৫৫ সালের ৩০শে এপ্রিল পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালে দিল্লি কলেজ অব আর্ট থেকে স্বর্ণ পদক-সহ স্নাতক সম্পন্ন করেন।[১]
বছর | চলচ্চিত্র | পরিচালনা | অন্যান্য ভূমিকা | ভাষা |
---|---|---|---|---|
২০০৩ | মুন্না ভাই এম.বি.বি.এস. | চলচ্চিত্র সম্পাদক | হিন্দি | |
২০০৫ | পরিণীতা | হ্যাঁ | চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক | |
২০০৭ | একলব্য: দ্য রয়্যাল গার্ড | ভিজুয়াল পরিচালক | ||
লাগা চুনরি মেঁ দাগ | হ্যাঁ | লেখক, শিল্প নির্দেশক | ||
২০১০ | লাফাঙ্গে পরিন্দে | হ্যাঁ | ||
২০১৪ | মর্দানি | হ্যাঁ | ||
২০১৮ | হেলিকপ্টার এলা | হ্যাঁ | ||
২০২১ | যখন রাত্রি নামে | নির্বাহী প্রযোজক | বাংলা |
বছর | শিরোনাম | পরিচালনা | প্ল্যাটফর্ম | টীকা |
---|---|---|---|---|
২০১৯ | কোল্ড লাস্সি অউর চিকেন মসালা | হ্যাঁ | আল্ট বালাজী জিফাইভ |
[২] |
২০২০ | অ্যারেঞ্জেড ম্যারেজ | হ্যাঁ | জিফাইভ | [৩] |
ফরবিডেন লাভ | হ্যাঁ | |||
২০২২ | দুরঙ্গ | হ্যাঁ | [৪] |
প্রদানের তারিখ | পুরস্কার | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|---|
২৫ ফেব্রুয়ারি ২০০৬ | ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা | পরিণীতা | বিজয়ী[ক] | [৫] |
শ্রেষ্ঠ পরিচালক | মনোনীত | ||||
৬ মার্চ ২০০৬ | জি সিনে পুরস্কার | সবচেয়ে সম্ভাবনাময় পরিচালক | বিজয়ী | [৬] | |
১৭ জুন ২০০৬ | আইফা পুরস্কার | শ্রেষ্ঠ চিত্রনাট্য | বিজয়ী[খ] | [৭][৮] | |
শ্রেষ্ঠ কাহিনি | মনোনীত[খ] | ||||
শ্রেষ্ঠ পরিচালক | মনোনীত | ||||
১৪ সেপ্টেম্বর ২০০৭ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | পরিচালকের শ্রেষ্ঠ অভিষেক চলচ্চিত্র | বিজয়ী | [৯] |