প্রবিন্দ জগন্নাথ | |
---|---|
মরিশাসের ৫ম প্রধানমন্ত্রী | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২৩ জানুয়ারী ২০১৭ | |
রাষ্ট্রপতি | আমিনাহ গুরিব-ফকিম বার্লেন ব্যাপুরী (ভারপ্রাপ্ত) এডি ব্যালেন্সি (ভারপ্রাপ্ত) প্রদীপ রূপন |
ডেপুটি | লুই স্টিভেন ওবিগাডু |
পূর্বসূরী | অনিরুদ্ধ জগন্নাথ |
অর্থমন্ত্রী | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২৬ মে ২০১৬ | |
প্রধানমন্ত্রী | অনিরুদ্ধ জগন্নাথ স্বয়ং |
পূর্বসূরী | অনিরুদ্ধ জগন্নাথ (ভারপ্রাপ্ত) |
কাজের মেয়াদ ১১ মে ২০০৯ – ২৬ জুলাই ২০১১ | |
প্রধানমন্ত্রী | নবীন রামগুলাম |
পূর্বসূরী | রাম সিথানেন |
উত্তরসূরী | জেভিয়ার লুক ডুভাল |
কাজের মেয়াদ ৭ অক্টোবর ২০০৩ – ৫ জুলাই ২০০৫ | |
প্রধানমন্ত্রী | পল বেরেঙ্গার |
পূর্বসূরী | পল বেরেঙ্গার |
উত্তরসূরী | রাম সিথানেন |
প্রযুক্তি, যোগাযোগ ও উদ্ভাবন মন্ত্রী | |
কাজের মেয়াদ ১৪ ডিসেম্বর ২০১৪ – ১ জুলাই ২০১৫ | |
প্রধানমন্ত্রী | অনিরুদ্ধ জগন্নাথ |
পূর্বসূরী | চেডমব্রাম পিলে |
উত্তরসূরী | এতিয়েন সিনাতামবু |
১১তম বিরোধীদলীয় নেতা | |
কাজের মেয়াদ ১৫ সেপ্টেম্বর ২০১৪ – ১৪ ডিসেম্বর ২০১৪ | |
প্রধানমন্ত্রী | অনিরুদ্ধ জগন্নাথ |
পূর্বসূরী | পল বেরেঙ্গার |
উত্তরসূরী | পল বেরেঙ্গার |
মরিশাসের ৩য় ভাইস প্রধানমন্ত্রী | |
কাজের মেয়াদ ১১ মে ২০১০ – ২৬ জুলাই ২০১১ | |
প্রধানমন্ত্রী | নবীন রামগুলাম |
পূর্বসূরী | রাম সিথানেন |
উত্তরসূরী | অনিল বাচু |
মরিশাসের অষ্টম উপপ্রধানমন্ত্রী | |
কাজের মেয়াদ ৭ অক্টোবর ২০০৩ – ৫ জুলাই ২০০৫ | |
প্রধানমন্ত্রী | পল বেরেঙ্গার |
পূর্বসূরী | পল বেরেঙ্গার |
উত্তরসূরী | রশিদ বেবীজাউন |
সংগ্রামী সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৩০ অক্টোবর ২০০৩ | |
পূর্বসূরী | অনিরুদ্ধ জগন্নাথ |
| |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৯ মে ২০০৯ | |
পূর্বসূরী | অশোক জগন্নাথ |
সংখ্যাগরিষ্ঠ | ২০,০৮০ (৫৭.১০%)[১] |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | প্রবিন্দ কুমার জগন্নাথ ২৫ ডিসেম্বর ১৯৬১ লা ক্যাভার্ন, ব্রিটিশ মরিশাস |
রাজনৈতিক দল | সংগ্রামী সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা |
দাম্পত্য সঙ্গী | কবিতা রামদানি |
সন্তান | ৩ |
মাতা | সরোজিনী জগন্নাথ |
পিতা | অনিরুদ্ধ জগন্নাথ |
প্রাক্তন শিক্ষার্থী | |
ওয়েবসাইট | www |
প্রবিন্দ কুমার জগন্নাথ[২] (জন্ম ২৫ ডিসেম্বর ১৯৬১) হলেন একজন মরিশাসীয় রাজনীতিবিদ। তিনি ২০১৭ সালের জানুয়ারি থেকে মরিশাসের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। জগন্নাথ ২০০৩ সালের এপ্রিল থেকে সংগ্রামী সমাজতান্ত্রিক আন্দোলন (এমএসএম) দলের নেতা ছিলেন।[৩] তিনি একাধিক মন্ত্রীর পোর্টফোলিও অধিষ্ঠিত করেছেন এবং বিরোধী দলের নেতাও হয়েছেন।
জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
রাজনৈতিক দপ্তর | ||
---|---|---|
পূর্বসূরী অনিরুদ্ধ জগন্নাথ |
মরিশাসের প্রধানমন্ত্রী ২০১৭–বর্তমান |
নির্ধারিত হয়নি |