প্রশান্ত ফুকন | |
---|---|
বিধায়ক, আসাম বিধানসভা | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় 2006 | |
পূর্বসূরী | কল্যান কুমার গগৈ |
সংসদীয় এলাকা | ডিব্রুগড় |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ডিব্রুগড় | ২৩ জুলাই ১৯৫৪
রাজনৈতিক দল | বিজেপি |
দাম্পত্য সঙ্গী | জ্যোতি ফুকন (বি. ১৯৫৮) |
সন্তান | ২ |
পিতামাতা | স্বর্গীয় নবীন রাম ফুকন(পিতা) জ্যোতিকা ফুকন(মাতা) |
প্রশান্ত ফুকন (জন্ম ২৩ জুলাই ১৯৫৪)[১] একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি বিজেপির একজন সদস্য। বর্তমানে তিনি আসাম রাজ্যের ডিব্রুগড়ের বিধায়ক। তিনি ২০০৬, ২০১১,২০১৬ এবং ২০২১ সাল পর্যন্ত আসাম বিধানসভার নির্বাচনে ডিব্রুগড় থেকে নির্বাচিত হয়ে এসেছেন। [২][৩][৪] ২০২১ সালের নির্বাচনে তিনি ৩৮ হাজারেরও বেশি ভোটার ব্যবধানে জয়ী হন। ইস্তফা দেওয়ার আগে পর্যন্ত তিনি ডিব্রুগড়স্থিত আসাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা সমতির সভাপতি ছিলেন।[৫]
ভারতীয় রাজনীতিবিদ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |