সংগঠক | লিগা পর্তুগাল |
---|---|
স্থাপিত | ১৯৩৪[১][২] |
দেশ | পর্তুগাল |
কনফেডারেশন | উয়েফা |
দলের সংখ্যা | ১৯ |
লিগের স্তর | ১ |
অবনমিত | লিগাপ্রো |
ঘরোয়া কাপ | তাসা জে পর্তুগাল সুপেরতাসা |
লিগ কাপ | তাসা দা লিগা |
আন্তর্জাতিক কাপ | |
বর্তমান চ্যাম্পিয়ন | বেনফিকা (৩৭তম শিরোপা) (২০১৮–১৯) |
সর্বাধিক শিরোপা | বেনফিকা (৩৭টি শিরোপা) |
সর্বাধিক ম্যাচ | আলান (৩৬১) |
শীর্ষ গোলদাতা | ফের্নান্দো পেয়রোচেও (৩৩২) |
সম্প্রচারক | সম্প্রচারকের তালিকা |
ওয়েবসাইট | LigaPortugal.pt |
২০১৯–২০ প্রিমেইরা লিগা |
প্রিমেইরা লিগা ([pɾiˈmɐjɾɐ ˈliɣɐ]; ইংরেজি: Premier League; এছাড়াও লিগা এনওএস অথবা পর্তুগিজ প্রিমিয়ার লিগ নামে পরিচিত) হচ্ছে পুরুষদের ফুটবল ক্লাবগুলোর মধ্যে আয়োজিত একটি পর্তুগিজ পেশাদার লিগ, যা ১৯৩৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই লিগটি পর্তুগিজ ফুটবল লিগ পদ্ধতির শীর্ষস্তরের ফুটবল প্রতিযোগিতা। পর্তুগিজ ফুটবল ফেডারেশন দ্বারা পরিচালিত প্রিমেইরা লিগায় সর্বমোট ১৮টি ক্লাব প্রতিযোগিতা করে থাকে;[৩] যার মধ্য হতে পয়েন্ট তালিকার শীর্ষ দল বিজয়ী দল হিসেবে শিরোপা জয়লাভ করে এবং পয়েন্ট তালিকার নিচের দল লিগাপ্রোতে অবনমিত হয়।
প্রিমেইরা লিগার প্রতিটি মৌসুমে প্রতিটি ক্লাব একে অপরের সাথে দুইটি করে ম্যাচ খেলে; যার মধ্যে একটি হচ্ছে হোম ম্যাচ এবং অন্যটি হচ্ছে অ্যাওয়ে ম্যাচ। প্রতিটি মৌসুমের শেষে, পয়েন্ট তালিকার নিচের দুটি দল স্বয়ংক্রিয়ভাবে ক্রোয়েশীয় ফুটবল লিগ পদ্ধতির দ্বিতীয় স্তরে অবনমিত হয়। একই সাথে, লিগাপ্রোর চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় স্থান অর্জনকারী দল স্বয়ংক্রিয়ভাবে প্রিমেইরা লিগায় উন্নীত হয়।
টেমপ্লেট:প্রিমেইরা লিগার দল টেমপ্লেট:প্রিমেইরা লিগা মৌসুম টেমপ্লেট:পর্তুগালে ফুটবল