প্রিয়ঙ্কা গান্ধী

প্রিয়ঙ্কা গান্ধী বঢরা
২০১৯ সালে
সংসদ সদস্য, লোকসভা
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৮ নভেম্বর ২০২৪
পূর্বসূরীরাহুল গান্ধী
নির্বাচনী এলাকাওয়েনাড়,কেরল
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1972-01-12) জানুয়ারি ১২, ১৯৭২ (বয়স ৫৩)
দিল্লি, ভারত
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস
দাম্পত্য সঙ্গীরবার্ট বঢরা
সম্পর্করাহুল গান্ধী (ভাই)
সন্তান
মাতাসনিয়া গান্ধী, সভানেত্রী, ভারতীয় জাতীয় কংগ্রেস
পিতারাজীব গান্ধী, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী
বাসস্থানদিল্লি

প্রিয়ঙ্কা গান্ধী বঢরা (হিন্দি: प्रियंका गांधी वाड्रा) (জন্ম: ১২ জানুয়ারি ১৯৭২) হলেন একজন বিশিষ্ট ভারতীয় রাজনীতিবিদ যিনি ওয়ানাড়,কেরল থেকে লোকসভার সদস্য।[] তিনি নেহরু-গান্ধী পরিবারের অন্যতম সদস্য।

প্রারম্ভিক জীবন ও শিক্ষা

[সম্পাদনা]

প্রিয়ঙ্কা গান্ধী ১৯৭২ সালের ১২ জানুয়ারি দিল্লিতে জন্মগ্রহণ করেন। তার পিতা রাজীব গান্ধী ছিলেন ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী এবং মা সোনিয়া গান্ধীর হলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের বর্তমান সভানেত্রী। তার ভাই রাহুল গান্ধী হলেন লোকসভার বিরোধী দলনেতা। প্রিয়ঙ্কার পিতা প্রয়াত রাজীব গান্ধী, পিতামহী প্রয়াতা ইন্দিরা গান্ধী এবং প্রপিতামহ জওহরলাল নেহরু তিনজনেই ভারতের প্রধানমন্ত্রীর পদাভিষিক্ত হয়েছিলেন। এতদ্ব্যতীত জওহরলাল নেহরুর পিতা মতিলাল নেহরু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের বিশিষ্ট নেতা।

তিনি নয়াদিল্লির মডার্ন স্কুল[], কনভেন্ট অব জিসাস অ্যান্ড মেরি থেকে বিদ্যালয় স্তরের শিক্ষালাভ করেন এবং দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে মনস্তত্ত্ব বিষয়ে ডিগ্রি প্রাপ্ত হন।[]

তিনি ১৯৯৭ সালে ব্যবসারী রবার্ট বঢরা-কে বিয়ে করেন। তাদের দু'জন সন্তান রয়েছে।

রাজনৈতিক কর্মজীবন

[সম্পাদনা]

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ২০০৭

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সাংসদ হিসাবে প্রথম বার সংসদে পা প্রিয়ঙ্কার, শপথ নিলেন সংবিধান হাতে নিয়ে, সঙ্গী রাহুল-সনিয়া"আনন্দবাজার পত্রিকা। ২৮ নভেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২৪ 
  2. অমৃতা কপূর, Tales of M.N. Kapur ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ জুলাই ২০০৮ তারিখে, মডার্ন স্কুল (দিল্লি)-র ইতিহাস
  3. "Know more about Priyanka Gandhi Vadra"Zee News (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১১-২৮