ব্যক্তিগত তথ্য | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জাতীয়তা | ভারতীয় | ||||||||||||||
জন্ম | বলালি, হরিয়াণা, ভারত | ১২ মে ১৯৯৩||||||||||||||
ক্রীড়া | |||||||||||||||
দেশ | ভারত | ||||||||||||||
ক্রীড়া | ফ্রিস্টাইল কুস্তি | ||||||||||||||
বিভাগ | ৫৫ কেজি | ||||||||||||||
পদকের তথ্য
|
প্রিয়াঙ্কা ফোগাট (জন্ম ১২ মে ১৯৯৩) একজন ভারতীয় মহিলা কুস্তিগির। উনি ২০১৬ এশীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে রূপো জেতেন। উনি কমনওয়েলথ গেমসে সোনাজয়ী কুস্তিগির ভিনেশ ফোগাটের দিদি, দ্রোণাচার্য পুরস্কার জয়ী মহাবীর ফোগাটের ভাইঝি ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী কুস্তিগির গীতা ও ববিতার খুড়তুত বোন।
২০১৫ সালে প্রিয়াঙ্কা পঞ্জাব দলের সাথে ৭ লাখ টাকায় প্রো রেসলিং লিগের জন্য চুক্তিবদ্ধ হন।[১]
ফেব্রুয়ারি ২০১৬ সালে ব্যাংককে অনুষ্ঠিত এশীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে ৫৫ কেজি বিভাগে রূপো জেতেন প্রিয়াঙ্কা। সোনা জয়ের লড়াইয়ে মংগোলিয়ার দাভাসুখিন অতগোন্তসেতসেগ-এর কাছে পরাজিত হন উনি।[২]