প্রীতি ঝানগিয়ানি | |
---|---|
![]() একতা কাপুরের জন্মদিনে প্রীতি ঝানগিয়ানি | |
জন্ম | ১৮ আগস্ট ১৯৮০ |
পেশা | মডেল, অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৯৯-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | পারভীন দাবাস (২০০৮–বর্তমান) |
প্রীতি ঝানগিয়ানি (জন্ম : ১৮ আগস্ট ১৯৮০) একজন ভারতীয় মডেল এবং অভিনেত্রী। তিনি মোহব্বতেঁ (২০০০) চলচ্চিত্রে অভিনয়ের জন্যে পরিচিত।
প্রীতি ঝানগিয়ানি সিন্ধী হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন।[১] তিনি প্রথমে রাজশ্রী প্রোডাকশন গানের অ্যালবাম ইয়ে হায় প্রেমে আব্বাসের বিপরীতে আবির্ভুত হয়েছিলোন।
তিনি গোবিন্দ ঝানগিয়ানি ও মেনকা ঝানগিয়ানির মেয়ে। তিনি ২০০৮ সালের ২৩ মার্চ অভিনেতা পারভিন দাবাসকে বিয়ে করেছিলেন এবং ২০১১ সালে ১১ এপ্রিল তার প্রথম সন্তান ছিলেন জয়ভীর। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তিনি তার দ্বিতীয় সন্তানের দেবকে জন্ম দেন। তিনি তার পরিবারের সাথে মুম্বাইয়ের বান্দ্রায় বসবাস করেন।
বছর | অ্যালবাম | মিউজিক ভিডিও | অন্যান্য মন্তব্য |
---|---|---|---|
১৯৯৭ | ইয়ে হায় প্রেম | ইয়ে হায় প্রেম ত্রিলোগি | অভিনেত্রী |
বছর | চলচ্চিত্রের নাম | চরিত্র | ভাষা | মন্তব্য |
---|---|---|---|---|
১৯৯৯ | মাজাহাভিলু | ভিনা | মালয়ালম | |
হ্যালো | শ্রেতা | তামিল | ||
থাম্মুদু | জোনাকি/জানু | তেলুগু | প্রীতি জিঙ্গিনিয়া হিসেবে | |
২০০০ | মোহব্বতেঁ | কিরণ | হিন্দি | |
২০০১ | নরসিংহ নাইদু | অঞ্জলি | তেলুগু | |
আদিপথী | তেলুগু | |||
২০০২ | না তুম জান না হাম | হিন্দি | বিশেষ চরিত্র | |
আওয়ারা পাগল দেওয়ানা | প্রীতি | হিন্দি | ||
ওয়াহ! তেরা কেয়া কেহেনা | মীনা | হিন্দি | ||
অনর্থ | প্রীতি | হিন্দি | ||
২০০৩ | বাজ:এ বার্ড ইন ডেঞ্জার | প্রীতি রাসতোগি | হিন্দি | |
এল ও সী:কারগিল | বালওয়ান সিং-এর বান্ধবী | হিন্দি | ||
২০০৪ | অ্যাপারো ড্রাইভিং স্কুল | অঞ্জলি | তেলুগু | |
অ্যান: মেন অ্যাট ওয়ার্ক | জানকি | হিন্দি | ||
আনন্দমানন্দমায় | মহেশ্বরী | তেলুগু | ||
ওমকারা | দিব্য | কন্নড় | ||
২০০৫ | সওদা - দা ডিল | দেবিকা | হিন্দি | |
সুখ | সুশিলা চন্দ্রপ্রকাশ শর্মা | হিন্দি | ||
চেহারা | ড. রীনা | হিন্দি | ||
চ্যাহাত – এক নেশা | রেশমী এস. জেটলি | হিন্দি | ||
২০০৬ | ইউথ লভ তুমহারা | অনুরাধা বি. সিং | হিন্দি | |
জান হোগা কেয় | সুচিত্রা | হিন্দি | ||
চাঁদ কে পাহাড় চল | নির্মলা/গরিমা | হিন্দি | ||
২০০৭ | স্যাজনা ভি স্যাজনা | পাঞ্জাবী | ||
গডফাদার: দা লিজেন্ট কনটেনিউয়াস | উর্দু | একটি পাকিস্তানি চলচ্চিত্র | ||
ভিক্টোরিয়া নং. ২০৩ | দেবীানি/মোনা | হিন্দি | ||
ইয়ামদোঙ্গা | উর্বশী | তেলুগু | বিশেষ গান | |
২০০৮ | বিশাখা এক্সপ্রেস | সুচিত্রা | তেলুগু | |
২০০৯ | হাসিনা: স্মার্ট, সেক্সি, ডেঞ্জারাস | টিনা | হিন্দি | |
২০১০ | তেজাম | তেলুগু | Item number[২] | |
অ্যাজ দি রিভার ফ্লস | হিন্দি | সহ-অভিনেতা সঞ্জয় সুরি[৩] | ||
২০১১ | দ্যা মাস্টারপিস | প্রীতি | হিন্দি | সংক্ষিপ্ত চলচ্চিত্র |
সাহি ধান্দে গালাত বান্দে | শালিনী মেহতা | হিন্দি | এছাড়াও প্রযোজক | |
২০১৩ | দ্যাখ ইয়ে হায় মুম্বাই রিয়েল লাইফ | হিন্দি | ||
টনি | কন্নড় | |||
কাস তুম হোতে | হিন্দি | |||
মিসটেক | বাংলা | সহ-অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় | ||
বিক্কার ভাই সেন্টিমেন্টাল | পাঞ্জাবী | |||
২০১৭ | তাউদো দ্যা সানলাইট (রাজস্থানী চলচ্চিত্র)[৪] | পালকি | রাজস্থানী |