প্রেম কুমার রেয়াং | |
---|---|
মৎস্য, সহযোগিতা ও উপজাতি কল্যাণ মন্ত্রক (TRP&PTG) | |
মন্ত্রী[১] | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২০২২ | |
মুখ্যমন্ত্রী | মানিক সাহা |
ত্রিপুরা বিধানসভার সদস্য | |
কাজের মেয়াদ ৯ মার্চ ২০১৮ – ২০২৩ | |
পূর্বসূরী | রাজেন্দ্র রেয়াং |
উত্তরসূরী | ফিলিপ কুমার রেয়াং |
নির্বাচনী এলাকা | কাঞ্চনপুর |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | May 10, 1974 গাছি রাম পাড়া, আনন্দ বাজার, উত্তর ত্রিপুরা, ত্রিপুরা |
জাতীয়তা | ভারতীয় |
রাজনৈতিক দল | ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা |
দাম্পত্য সঙ্গী | মান্দা ধরি রেয়াং |
পিতামাতা |
|
প্রেম কুমার রেয়াং (জন্ম ১০ মে, ১৯৭৪) ত্রিপুরার একজন রাজনীতিবিদ। তিনি বর্তমানে ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরার সাথে যুক্ত। ২০১৮ সালে কাঞ্চনপুর থেকে নির্বাচনে অংশ নিয়ে তিনি জয়ী হন।[২] তিনি বর্তমানে কাঞ্চনপুরের আইনসভার (ভারত) সদস্য।[৩]
২০২২ সালে, তিনি মানিক সাহা মন্ত্রকের মৎস্য ও সমবায় এবং উপজাতি কল্যাণ (টিআরপি এবং পিটিজি) মন্ত্রী হন।[৪][৫][৬] তিনি বর্তমানে ত্রিপুরায় তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রী। তিনি ব্রু ইস্যুতে সক্রিয় কণ্ঠের একজন ছিলেন।[৭]