প্রেরিত ফিলিপ | |
---|---|
![]() মাদ্রিদের মুসেও দেল প্রাদোতে সংরক্ষিত পিটার পল রুবেন্সের আঁকা বারো প্রেরিত (আনু. ১৬১১) সিরিজের অন্যতম চিত্রকর্ম সন্ত ফিলিপ | |
প্রেরিত ও সাক্ষী | |
জন্ম | বৈৎসৈদা, গালীল, রোমান সাম্রাজ্য |
মৃত্যু | ৮০ খ্রীষ্টাব্দ হিয়েরাপোলিস, আনাতুলিয়া, রোমান সাম্রাজ্য |
শ্রদ্ধাজ্ঞাপন | ইঙ্গবাদ ক্যাথলিকবাদ পূর্ব অর্থডক্সি প্রাচ্য অর্থডক্সি লুথারবাদ |
সিদ্ধ ঘোষণা | প্রাক-মণ্ডলী |
প্রধান স্মৃতিযুক্ত স্থান | দেহাবশেষ রোমের সান্তি আপোস্তোলি বাসিলিকায় সংরক্ষিত |
উৎসব | ৩ মে সাধারণ রোমীয় দিনপঞ্জি,[১] ১৪ নভেম্বর (পূর্ব অর্থডক্স মণ্ডলী), ১ মে (ইঙ্গবাদী ঐক্য, লুথারীয় মণ্ডলী ও ১৯৫৪ সালের সাধারণ রোমীয় দিনপঞ্জি, ১১ মে ১৯৬০ সালের সাধারণ রোমীয় দিনপঞ্জি, ১৯৫৫–৬৯) |
বৈশিষ্ট্যাবলী | লাল সাক্ষী, প্রবীণ, দাড়িওয়ালা লোক, তাউ ক্রুশ ও রুটির ঝুড়ি হাতে দণ্ডায়মান |
এর রক্ষাকর্তা | কাবু ভের্দি; Hatters; Pastry chefs; San Felipe Pueblo; উরুগুয়ে |
প্রেরিত ফিলিপ (গ্রিক: Φίλιππος; হিব্রু ভাষায়: פיליפוס; আরবি: فيلبس; আরামীয়: ܦܝܠܝܦܘܣ; কিবতীয়: ⲫⲓⲗⲓⲡⲡⲟⲥ) ছিলেন নূতন নিয়ম অনুসারে যীশুর বারো প্রেরিতের একজন। পরবর্তী খ্রীষ্টীয় ঐতিহ্যমতে ফিলিপ হলেন সেই প্রেরিত যিনি গ্রীস, সুরিয়া ও ফরুগিয়া অঞ্চলে প্রচারকার্য করেছিলেন।Jn 1:43[১][২]
রোমীয় আচারে ফিলিপের উৎসব আল্ফেয়ের পুত্র যাকোবের সাথে ঐতিহ্যগতভাবে ১ মে তারিখে, রোমে তাদের প্রতি নিবেদিত দ্বাদশ প্রেরিতের মণ্ডলীর উৎসর্গ বার্ষিকীতে, পালিত হয়। পূর্ব অর্থডক্স মণ্ডলী ১৪ নভেম্বরে ফিলিপের উৎসব পালন করে। ১৯৪৫ সালে নাগ হাম্মাদি গ্রন্থাগারে আবিষ্কৃত গুপ্ত অধ্যাত্মরহস্যময় পুঁথির শিরোনামের শেষের সারিতে ফিলিপের নাম পাওয়া যায়।[৩]