প্রেসিডেন্সি বিভাগ | |
---|---|
![]() পশ্চিমবঙ্গের মানচিত্রে প্রেসিডেন্সি বিভাগের অবস্থান | |
দেশ | ![]() |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | ১. হাওড়া, ২. কলকাতা, ৩. নদিয়া, ৪. উত্তর ২৪ পরগণা, ৫. দক্ষিণ ২৪ পরগনা |
আয়তন | |
• মোট | ২৪,৯৫৭ বর্গকিমি (৯,৬৩৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩,৭৯,০৫,২১০ |
• জনঘনত্ব | ১,৫০০/বর্গকিমি (৩,৯০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
প্রধান ফসল | ধান, পাট, ডাল, গম, সরিষা, তিল, আখ , সয়াবিন, পেঁয়াজ শাকসবজি, হলুদ |
প্রেসিডেন্সি বিভাগ পশ্চিমবঙ্গের দক্ষিণভাগের পাঁচটি জেলা নিয়ে গঠিত একটি প্রশাসনিক বিভাগ। এই বিভাগের অন্তর্গত জেলাগুলি হল –
কলকাতা জেলা এই বিভাগের বিভাগীয় সদর।
এটি পাঁচটি জেলা নিয়ে গঠিত:
কোড[১] | জেলা | সদর দপ্তর[২] | স্থাপিত[৩] | মহকুমা | এলাকা[২] | জনসংখ্যা ২০০১-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ][২] | জনঘনত্ব | মানচিত্র |
---|---|---|---|---|---|---|---|---|
HR | হাওড়া | হাওড়া | ১৯৪৭ | ১,৪৬৭ কিমি২ (৫৬৬ মা২) | ৪,২৭৩,০৯৯ | ২,৯১৩/কিমি২ (৭,৫৪০/বর্গমাইল) | ![]() | |
KO | কলকাতা | কলকাতা | ১৯৪৭ | — | ১৮৫ কিমি২ (৭১ মা২) | ৪,৫৭২,৮৭৬ | ২৪,৭১৮/কিমি২ (৬৪,০২০/বর্গমাইল) | ![]() |
NA | নদিয়া | কৃষ্ণনগর | ১৯৪৭ | ৩,৯২৭ কিমি২ (১,৫১৬ মা২) | ৪,৬০৪,৮২৭ | ১,১৭৩/কিমি২ (৩,০৪০/বর্গমাইল) | ![]() | |
PN | উত্তর চব্বিশ পরগণা | বারাসাত | ১৯৮৬[৪] | ৪,০৯৪ কিমি২ (১,৫৮১ মা২) | ৮,৯৩৪,২৮৬ | ২,১৮২/কিমি২ (৫,৬৫০/বর্গমাইল) | ![]() | |
PS | দক্ষিণ চব্বিশ পরগণা | আলিপুর | ১৯৮৬[৪] | ৯,৯৬০ কিমি২ (৩,৮৫০ মা২) | ৬,৯০৬,৬৮৯ | ৬৯৩/কিমি২ (১,৭৯০/বর্গমাইল) | ![]() | |
মোট | — | — | — | ২১ | ২৪,৯৫৭ কিমি২ (৯,৬৩৬ মা২) | ৩৫,১৫৮,৩৪৬ | - | ![]() |
প্রেসিডেন্সি বিভাগের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ হিন্দু ধর্মাবলম্বী। মুসলমানগণ এই বিভাগের বৃহত্তম সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী। ইসলাম ধর্মাবলম্বীদের বৃহত্তর অংশ এই বিভাগের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা, নদিয়া জেলার কৃষ্ণনগর সদর ও তেহট্ট মহকুমা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার ও বারুইপুর মহকুমায় বসবাস করেন।[৫]