![]() ১ মার্চ ২০০২ প্রচ্ছদ | |
ধরন | পাক্ষিক সংবাদপত্র |
---|---|
মালিক | ভারতের সমাজতান্ত্রিক ঐক্য কেন্দ্র (কমিউনিস্ট) |
প্রধান সম্পাদক | প্রভাষ ঘোষ |
রাজনৈতিক মতাদর্শ | |
ভাষা | ইংরেজি |
সদর দপ্তর | কলকাতা, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | sucicommunist |
প্রোলেটারিয়ান এরা হল কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত থেকে প্রকাশিত একটি পাক্ষিক ইংরেজি সংবাদপত্র। এটি ভারতের সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার (কমিউনিস্ট) এর দাপ্তরিক ইংরেজি-ভাষা অঙ্গ। [১] [২] এটি কলকাতা থেকে ইংরেজিতে অনলাইন সংস্করণ সহ প্রকাশিত হয়। শিবদাস ঘোষ পত্রিকাটি প্রতিষ্ঠা করেন। নীহার মুখার্জি ১৯৭৬ থেকে ২০১০ সাল পর্যন্ত এর সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে, প্রভাস ঘোষ এসইউসিআই (সি) এর সাধারণ সম্পাদক এবং সংবাদপত্রের প্রধান সম্পাদক নির্বাচিত হন।