অ্যাডিশনাল লাইনব্লু Additional Lineblue | |
---|---|
![]() | |
ডানা বন্ধ অবস্থায় | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Arthropoda |
শ্রেণী: | Insecta |
বর্গ: | Lepidoptera |
পরিবার: | Lycaenidae |
গণ: | Prosotas |
প্রজাতি: | P. pia |
দ্বিপদী নাম | |
Prosotas pia |
অ্যাডিশনাল লাইনব্লু(বৈজ্ঞানিক নাম: Prosotas pia (Toxopeus])) 'লাইসিনিডি' গোত্রের এবং 'পলিয়োম্যাটিনি' উপগোত্রের অন্তর্ভুক্ত ছোট আকার বিশিষ্ট প্রজাতি।[১]
অ্যাডিশনাল লাইনব্লু এর প্রসারিত অবস্থায় ডানার আকার ১৮-২৫ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[২]
ভারতে প্রাপ্ত অ্যাডিশনাল লাইনব্লু এর উপপ্রজাতি হল- [৩]
ভারতের পশ্চিমবঙ্গ[৪], সিকিম থেকে আসাম এবং নাগা পাহাড় এর বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়[২]। এই প্রজাতির পরিসরটি পূর্ব দিকে মায়ানমার এবং দক্ষিণ ইউনান পর্যন্ত বিস্তৃত।[১]