পূর্ণ নাম | প্লিমাথ আর্গাইল ফুটবল ক্লাব | ||
---|---|---|---|
ডাকনাম | দ্য পিলগ্রিমস | ||
প্রতিষ্ঠিত | ১৮৮৬ | ||
মাঠ | হোম পার্ক | ||
ধারণক্ষমতা | ১৭,৯০০[১] | ||
সভাপতি | ![]() | ||
ম্যানেজার | ![]() | ||
লিগ | ইএফএল চ্যাম্পিয়নশিপ | ||
২০২২–২৩ | ১ম (চ্যাম্পিয়ন; উন্নীত) | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
প্লিমাথ আর্গাইল ফুটবল ক্লাব (ইংরেজি: Plymouth Argyle F.C.; সাধারণত প্লিমাথ আর্গাইল এফসি এবং সংক্ষেপে প্লিমাথ আর্গাইল নামে পরিচিত) হচ্ছে প্লিমাথ ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল লিগ ইএফএল চ্যাম্পিয়নশিপে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ১৭,৯০০ ধারণক্ষমতাবিশিষ্ট হোম পার্কে দ্য পিলগ্রিমস নামে পরিচিত ক্লাবটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[২] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইংরেজ সাবেক ফুটবল খেলোয়াড় স্টিভেন শুমাখার এবং সভাপতির দায়িত্ব পালন করছেন সিমন হালেট।[৩] বর্তমানে ইংরেজ মধ্যমাঠের খেলোয়াড় জোসেফ রবার্ট এডওয়ার্ডস এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪][৫] প্লিমাথ আর্গাইল হচ্ছে ইএফএল লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন, যারা ২০২২–২৩ মৌসুমে ক্লাবের ইতিহাসে ১ম বারের মতো শিরোপা জয়লাভ করেছিল।
ঘরোয়া ফুটবলে, প্লিমাথ আর্গাইল এপর্যন্ত ৮টি শিরোপা জয়লাভ করেছে। লুক ম্যাককর্নিক, গেরি সোয়ার, পল উটন, রোবেন রেইড এবং গ্রাহাম কেরির মতো খেলোয়াড়গণ প্লিমাথ আর্গাইলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।