ফকিরা | |
---|---|
পরিচালক | সি. পি. দীক্ষিত |
প্রযোজক | এন. এন. সিপ্পি |
রচয়িতা | এস. এম. আব্বাস আর. কে. ব্যানার্জি ধ্রুব চ্যাটার্জি |
শ্রেষ্ঠাংশে | শশী কাপুর শাবানা আজমি |
সুরকার | রবীন্দ্র জৈন |
চিত্রগ্রাহক | ফলি মিস্ত্রি |
সম্পাদক | ওয়ামান বি. ভোঁসলে গুরুদত্ত শিরালি |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
আয় | ₹ ৫ কোটি (ইউএস$ ০.৬১ মিলিয়ন)[১] |
ফকিরা হচ্ছে ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি চলচ্চিত্র যেটি সি. পি. দীক্ষিত পরিচালনা করেন এবং প্রযোজনা করেন এন. এন. সিপ্পি। চলচ্চিত্রটিতে অভিনয় করেন শশী কাপুর, শাবানা আজমি, অসরানি, অরুণা ইরানি, ড্যানি ডেনজংপা, অসিত সেন, রমেশ দেব এবং মদন পুরি। চলচ্চিত্রটি বক্স অফিস হিট ছিলো।[২] চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছিলেন রবীন্দ্র জৈন।