এ এম ফজিল | |
---|---|
জন্ম | এ. এম. ফজিল ১৯৫৩ |
পেশা | চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক, চিত্রনাট্যকার |
কর্মজীবন | ১৯৮০–বর্তমান |
সন্তান | ফাহাদ ফজিল ইসমাইল আহামেদা ফাতিমা[১] |
আত্মীয় | নাজরিয়া নাজিম (পুত্রবধূ) |
এ এম ফজিল (মালয়ালম: എ. എം. ഫാസിൽ; জন্মঃ ১৯৫৩, কেরল) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র প্রযোজক, এবং চিত্রনাট্যকার। তিনি মালায়ালম সিনেমায় তার কাজের জন্য সুপরিচিত।
তার পিতা তাকে একজন ডাক্তার বানাতে চেয়েছিলেন, কিন্তু স্কুল ও কলেজের পাঠ্য বহির্ভূত কার্যক্রম তার পঠনে আধিপত্য বিস্তার করেছিল।[২] তিনি নাটক লিখেছেন এবং তার বন্ধুদের সঙ্গে মঞ্চস্থ করেন এবং এই দল সম্ভবত জনতাকে আনন্দ দিতে সমর্থ্য হয়েছিল।[২]
১৯৮০র দশকের পর থেকে ফজিল ৩০টিরও বেশি চলচ্চিত্র পরিচালনা করেছেন। তিনি অসংখ্য মালায়ালম চলচ্চিত্রের পাশাপাশি বেশ কয়েকটি তামিল চলচ্চিত্রেও কাজ করেছেন।
ফজিল রোজিনাকে বিয়ে করেন। এই দম্পতির চারটি সন্তান রয়েছে। পুত্র ফাহাদ ফজিল এবং ইসমাইল ফজিল, কন্যা আহমদো এবং ফাতিমা। তার পুত্র ফাহাদ ফজিল মালায়ালম সিনেমার একজন সুপরিচিত অভিনেতা।[১]
বছর | ছায়াছবি | ভাষা | শ্রেষ্ঠাংশে |
---|---|---|---|
২০১১ | লিভিং টুগেদার | মালায়ালম | হেমন্ত, জিনোপ ক্রিসান, শ্রীলেখা, শ্রীজিত বিজয় |
২০০৯ | মস এন্ড ক্যাট | মালায়ালম | দিলীপ, বেবী নিবেদীতা, অশ্বতী অশোক, রহমান |
২০০৫ | ওরু নাল ওরু কানাবু | তামিল | শ্রীকান্ত, সোনিয়া আগরওয়াল |
২০০৪ | বিশ্বজাথুমবাথু | মালায়ালম | মোহনলাল, নয়নতারা, মুখেশ |
বছর | ছায়াছবি | ভাষা | শ্রেষ্ঠাংশে |
---|---|---|---|
২০০৪ | বিশ্বজাথুমবাথু | মালায়ালম | মোহনলাল, নয়নতারা, মুখেশ |
২০০৩ | ক্রোনকিক ব্যাচেলার | মালায়ালম | মাম্মূত্তী, রম্ভা, মুখেশ, ভাবনা |