ফণী ভূষণ চৌধূরী | |
---|---|
![]() | |
খাদ্য ও অসামরিক যোগান এবং ক্রেতা বিষয়ক,পেন্সন ও জন অভিযোগ মন্ত্রী | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ২৬ এপ্রিল ২০১৮ | |
নির্বাচনী এলাকা | বঙাইগাঁও |
আসাম বিধানসভার সদস্য | |
কাজের মেয়াদ ১৯৮৫ – ১৯৯০ | |
আসাম বিধানসভার সদস্য | |
কাজের মেয়াদ ১৯৯১ – ১৯৯৬ | |
Member of আসাম বিধানসভার সদস্য | |
কাজের মেয়াদ ১৯৯৬ – ২০০১ | |
সদস্য, আসাম বিধানসভা হাউস কমিটি, সদস্য, আসাম বিধানসভা জনতা উদ্যোগ কমিটি মন্ত্রী | |
কাজের মেয়াদ ১৯৯৬ – ২০০১ | |
আসাম বিধানসভার সদস্য | |
কাজের মেয়াদ ২০০১ – ২০০৬ | |
আসাম বিধানসভার সদস্য় | |
কাজের মেয়াদ ২০০৬ – ২০১১ | |
চেয়ারম্যান, জন হিসাব কমিটি | |
কাজের মেয়াদ ২০০৯ – ২০১১ | |
নেতা, এজিপি বিধানসভা দল | |
কাজের মেয়াদ ২০১১ – ২০১৬ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | গ্রাম: বর্ষাপাড়া, স্থান: -II,ওয়ার্ড নং ২৩,পো.অ. বঙাইগাঁও, আসাম. | ১ মে ১৯৫২
রাজনৈতিক দল | অসম গণ পরিষদ |
দাম্পত্য সঙ্গী | শ্রীমতি দীপ্তি চৌধুরী |
সন্তান | এক পুত্র |
পিতামাতা | ৺রমেশ চৌধুরী (বাবা) |
মাতা | ৺সুনিতা চৌধুরী |
বাসস্থান | বাড়ি নং ১৭, পুরানো এম.এল.এ'এস হোস্টেল, দিসপুর, আসাম |
পেশা | রাজনেতা |
ফণী ভূষণ চৌধুরী [১] আসাম, ভারত-এর একজন রাজনীতিবিদ। [২] তিনি আসাম বিধানসভায় ক্রমাগত ৮ম বারের জন্য একটি নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে এক বিশেষ অভিলেখ গড়েছেন। তিনি ১৯৮৫ সাল থেকে বঙাইগাঁও নির্বাচনমণ্ডলের প্রতিনিধিত্ব করছেন। তিনি আঞ্চলিক সংগঠন অসম গণপরিষদের একজন নেতা। [৩] [৪]