ফয়জাবাদ জেলা Fayzabad فیض آباد | |
---|---|
জেলা | |
আফগানিস্তানে অবস্থান[১] | |
স্থানাঙ্ক: ৩৬°৪২′ উত্তর ৬৬°২০′ পূর্ব / ৩৬.৭০° উত্তর ৬৬.৩৩° পূর্ব | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | জওজান প্রদেশ |
আয়তন | |
• মোট | ১,১৬০ বর্গকিমি (৪৫০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[২] | |
• মোট | ৫৬,০০০ |
ফয়জাবাদ জেলা আফগানিস্তানের জওজান প্রদেশের পূর্ব অঞ্চলে অবস্থিত একটি জেলা।ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির পশ্চিমে আকছা জেলা, উত্তরে মারদিয়ান জেলা, পূর্বে বাল্খ প্রদেশ এবং দক্ষিণে সর-ই পোল প্রদেশের সীমানা ঘিরে রেখেছে। ২০১১ সালের আদমশুমারীর আনুমানিক হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ৫৬,০০০ জন এর মত।[২] জেলাটির কেন্দ্রীয় অঞ্চলের নাম হচ্ছে ফয়জাবাদ গ্রাম। এটি জেলার উত্তর অঞ্চলে অবস্থান করছে, এছাড়াও মাত্র কয়েক মাইল উত্তরে প্রধান শেবারঘান-মাজারী শরীফের রাস্তা রয়েছে।
আফগানিস্তান এর জোওয্জান প্রদেশের অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |