ফয়সাল খান

ফয়সাল খান
জন্ম (1966-08-03) ৩ আগস্ট ১৯৬৬ (বয়স ৫৮)
পেশাঅভিনেতা, গায়ক
কর্মজীবন১৯৮৮-২০০৫, ২০১৫-বর্তমান
আত্মীয়আমির খান (ভাই)
নিখাত খান (বোন)
নাসির হুসাইন (চাচা)
ইমরান খান

ফয়সাল খান (জন্ম: মোহাম্মদ ফয়সাল হোসেন খান জন্ম: ৩ আগস্ট ১৯৬৬) একজন ভারতীয় অভিনেতা, যিনি মূলতঃ হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে থাকেন।

পারিবারিক ইতিহাস

[সম্পাদনা]

খান প্রযোজক তাহির হোসেনের পুত্র। তার ভাই আমির খান, যিনি একজন প্রখ্যাত অভিনেতা ও প্রযোজক এবং তার ২টি বোন রযেছে: একজন নিখাত খান, যিনি প্রযোজক হিসেবে কাজ করেন এবং অপরজন ফরহাত খান। তার চাচা নাসির হোসেন একজন প্রখ্যাত প্রযোজক ও পরিচালক ছিলেন। এছাড়াও তার ভাতিজা ইমরান খানও একজন অভিনেতা এবং তার চাচা তারিক খান ১৯৭০ এবং ১৯৮০ এর দশকের একজন অভিনেতা ছিলেন। মাওলানা আবুল কালাম আজাদ তার আত্মীয় হন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

খান তার চাচা নাসির হুসেনের ১৯৬৯ সালের চলচ্চিত্র পেয়ার কা মৌসম -এ ছোট্ট একটি ভূমিকায় অভিনয় করেন,যেখানে তি্নি ৩ বছর বয়সী একটি শিশু শশী কাপুর-এর ভূমিকায় অভিনয় করেন। তিনি ১৯৮৮ সালে একজন প্রাপ্তবয়স্ক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন, তার ভাই আমিরের চলচ্চিত্র কেয়ামত সে কেয়ামত তক-এ খলনায়কের ভূমিকায় অভিনয় করেন। তিনি তার বাবার ১৯৯০ সালের চলচ্চিত্র তুম মেরে হো-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন, যেটিতে তার ভাই আমির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। খান ১৯৯৪ সালের চলচ্চিত্র মধোষ-এ তার প্রথম প্রধান ভূমিকা পেয়েছিলেন, যেটি তার পিতার দ্বারা প্রযোজিত এবং বিক্রম ভাট পরিচালিত হয়েছিল। পাঁচ বছরের বিরতির পর, তিনি তার ভাইয়ের সাথে মেলা ছবিতে প্রত্যাবর্তন করেন। তিনি আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন যেগুলি বক্স অফিসে খুব খারাপ ছিল ৷ তিনি ২০০৩ সালে টিভি সিরিয়াল আঁধি-এও উপস্থিত ছিলেন|[] তার শেষ চলচ্চিত্র ছিল ২০০৫ সালে চাঁদ বুঝ গয়া। এক দশক দীর্ঘ বিরতির পর, ঘোষণা করা হয়েছিল যে তিনি তার প্রত্যাবর্তন করবেন এবং ২০১৫ সালের চলচ্চিত্র চিনার দাস্তান-ই-ইশক, রাজেশ জৈন প্রযোজিত একটি চলচ্চিত্রে অভিনয় করবেন।আমির খানের ভাই ফয়সাল খান প্রত্যাবর্তন করবেন|[] ২০১৭ সালে তিনি ডেঞ্জার, ফয়সাল সাইফ পরিচালিত একটি হরর চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি মুক্তি পায়নি। ২০২১ সালে, তিনি তার পরিচালনায় আত্মপ্রকাশ করেন এবং ফ্যাক্টরি চলচ্চিত্রে অভিনয় করার পাশাপাশি চলচ্চিত্রের জন্য একটি গানও গেয়েছিলেন।

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
অভিনেতা
প্রযোজক
সহকারী পরিচালক

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]