ফর আ ফিউ ডলার্স মোর (For a Few Dollars More) | |
---|---|
![]() | |
পরিচালক | সের্জিও লেওনে |
প্রযোজক | আলবার্ডো গ্রীমাল্ডি |
চিত্রনাট্যকার | সের্জিও লেওনে লুসীয়ানো ভীনসেনজনি |
কাহিনিকার | সের্জিও লেওনে ফালভীও মোনটেলা |
শ্রেষ্ঠাংশে | ক্লিন্ট ইস্টউড লি ভেন ক্লীফ জিয়ান মারিয়া ভলোনটি ক্লাউস কীন্সকী |
সুরকার | ইনিও মরীকনি |
চিত্রগ্রাহক | ম্যাসীমো ডল্লামানো |
সম্পাদক | ইগ্যানিও আলাবিসো জিওরজিও সারালোঙ্গা |
পরিবেশক | ইউনাইটেড আর্টিস্ট |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৩২ মিনিট |
দেশ | ইতালি পশ্চিম জার্মানি স্পেন |
ভাষা | ইতালিয়, ইংরেজি |
নির্মাণব্যয় | $৬০০,০০০ |
আয় | $১৫,০০০,০০০[১] |
ফর আ ফিউ ডলার্স মোর (ইংরেজি ভাষায়: For a Few Dollars More; ইতালীয় ভাষায়: Per qualche dollaro in più) সের্জিও লেওনে পরিচালিত ইতালীয় 'স্প্যাগেটি ওয়েস্টার্ন' চলচ্চিত্র যা ১৯৬৫ সালে মুক্তি পায়।ছবির প্রধান চরিত্র গুলোতে অভিনয় করেছেন ক্লিন্ট ইস্টউড, লি ভেন ক্লীফ এবং জিয়ান মারিয়া ভলোনটি।এটি সের্জিও লেওনে পরিচালিত ডলার্স ত্রয়ী নামে পরিচত চলচ্চিত্র ত্রয়ীর দ্বিতীয় চলচ্চিত্র।আ ফিস্টফুল অফ ডলার্স(১৯৬৪), ফর আ ফিউ ডলার্স মোর(১৯৬৫) এবং দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দি আগলি(১৯৬৬) এই তিনটি ছবিকে একত্রে ডলার্স ত্রয়ী বলা হয়। এছাড়া জার্মান অভিনেতা ক্লাউস কীন্সকী সাহায্যকারী খলনায়ক এর ভূমিকায় অভিনয় করেন । চলচ্চিত্রটি ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ।[২][৩]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |