ফরিদ আলী | |
---|---|
![]() | |
জন্ম | |
মৃত্যু | ২২ আগস্ট ২০১৬[১] | (বয়স ৭১)
সমাধি | বনানী কবরস্থান, ঢাকা |
অন্যান্য নাম | চাল্লি ফরু[২] |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৬২-২০১৬ |
দাম্পত্য সঙ্গী | মনোয়োরা বেগম বিউটি (বি. ২০ আগস্ট, ১৯৭৫ - ২২ আগস্ট, ২০১৬) |
সন্তান | ৪ জন ছেলে, ১ জন মেয়ে |
ফরিদ আলী (৭ এপ্রিল, ১৯৪৫ - ২২ আগস্ট, ২০১৬) ছিলেন একজন বাংলাদেশী বর্ষীয়ান অভিনেতা। তিনি ১৯৬২ সালে কনে দেখা নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। পরে ১৯৬৬ সালে আমজাদ হোসেন পরিচালিত ধারাপাত দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়।
ফরিদ আলীর জন্ম ১৯৪৫ সালের ৭ এপ্রিল ঢাকায়।[৩] ১৯৫৬ সালে এস.এস.সি পরীক্ষা দেবার কথা থাকলেও তা আর শেষ পর্যন্ত দেয়া হয়নি।
১৯৬২ সালে শহীদুল আমীনের লেখা "কনে দেখা" নাটকে অভিনয় দিয়ে তার অভিনয়যাত্রা শুরু হয়। পরে ১৯৬৪ সালে মুনীর চৌধুরী রচিত একতালা দুতলা টেলিভিশন নাটকে অভিনয় করেন।[৪] তার লেখা প্রথম টেলিভিশন নাটক নবজন্ম।[৫] ১৯৬৬ সালে আমজাদ হোসেনের ধারাপাত ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে ফরিদ আলীর চলচ্চিত্রে অভিষেক হয়।[৬]
ফরিদ আলী দীর্ঘদিন ফুসফুস, হৃদযন্ত্রসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগে ২০১৬ সালের ২২ আগস্ট ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এ মৃত্যুবরণ করেন।[৭]