ফরিদপুর-১

ফরিদপুর-১
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাফরিদপুর জেলা
বিভাগঢাকা বিভাগ
মোট ভোটার
  • ৪,৭৭,৯৮৬ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ২,৪২,৯৮৬
  • নারী ভোটার: ২,৩৪,৯৯৯
  • হিজড়া ভোটার: ১
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩

ফরিদপুর-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ফরিদপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২১১নং আসন।

সীমানা

[সম্পাদনা]

ফরিদপুর-১ আসনটি ফরিদপুর জেলার মধুখালী উপজেলা, বোয়ালমারী উপজেলাআলফাডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত। ফরিদপুর-১ আসনের সদর দপ্তর বোয়ালমারী উপজেলায় অবস্থিত। []

নির্বাচিত সাংসদ

[সম্পাদনা]
নির্বাচন সদস্য দল
১৯৭৩ এস. এ. মালেক বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৭৯ এ বি এম গোলাম মোস্তফা বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
সীমানা পরিবর্তন
১৯৮৬ শাহ মোহাম্মদ আবু জাফর বাংলাদেশ আওয়ামী লীগ
১৯৮৮ শাহ মোহাম্মদ আবু জাফর জাতীয় পার্টি
১৯৯১ মো. আব্দুর রউফ মিয়া বাংলাদেশ আওয়ামী লীগ[]
ফেব্রুয়ারি ১৯৯৬ খন্দকার নাসিরুল ইসলাম স্বতন্ত্র[]
জুন ১৯৯৬ কাজী সিরাজুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ[]
২০০১ কাজী সিরাজুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ
২০০৫ উপ-নির্বাচন শাহ মোহাম্মদ আবু জাফর বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
২০০৮ আব্দুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ[]
২০১৪ আব্দুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ মঞ্জুর হোসেন বুলবুল বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ আব্দুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

[সম্পাদনা]

২০১০-এর দশকে নির্বাচন

[সম্পাদনা]

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে আব্দুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[১০]

২০০০-এর দশকে নির্বাচন

[সম্পাদনা]
সাধারণ নির্বাচন ২০০৮: ফরিদপুর-১[১১][১২]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আব্দুর রহমান ১,৭৫,৩৮৭ ৬১.৮
বিএনপি শাহ মোহাম্মদ আবু জাফর ৭২,২৮৫ ২৫.৫
স্বতন্ত্র কাজী সিরাজুল ইসলাম ৩২,৯২৮ ১১.৬
ইসলামী আন্দোলন মো. হাফিজুর রহমান ২,২৭৮ ০.৮
বাংলাদেশ কল্যাণ পার্টি মো. কামরুজ্জামান মৃধা ৬৬৯ ০.২
গণফোরাম এস. এম. কায়সার রহমান শরীফ ১৩৭ ০.০
সংখ্যাগরিষ্ঠতা ১,০৩,১০২ ৩৬.৩
ভোটার উপস্থিতি ২,৮৩,৬৮৪ ৮৯.৪
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে

২০০৫ সালে কাজী সিরাজুল ইসলাম বিএনপিতে যোগ দেন। ফলে নির্বাচন কমিশন ৪ জুন ২০০৫ তারিখে সংবিধানের ৭০ অনুচ্ছেদের অধীনে তার আসন খালি ঘোষণা করে, যা ফ্লোর ক্রসিং করাকে বিরত করে।[১৩] ২০০৫ সালের আগস্টের উপ-নির্বাচনে বিএনপির শাহ মোহাম্মদ আবু জাফর নির্বাচিত হন।[১৪]

সাধারণ নির্বাচন ২০০১: ফরিদপুর-১[১৫]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ কাজী সিরাজুল ইসলাম ১,২৬,৮৫৮ ৫০.৯ +৩.২
বিএনপি শাহ মোহাম্মদ আবু জাফর ১,১৯,৯১২ ৪৮.১ +৪৬.১
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মো. আকতারুজ্জামান খান ১,১৭৭ ০.৫ প্র/না
কমিউনিস্ট পার্টি আব্দুল মালেক শিকদার ৮০৪ ০.৩ প্র/না
বিকেএ মো. এ. রাশেদ ৪১৬ ০.২ প্র/না
স্বতন্ত্র কে. এম. নুর ইসলাম শিকদার ২০৮ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৬,৯৪৬ ২.৮ −১.৭
ভোটার উপস্থিতি ২,৪৯,৩৭৫ ৮১.৬ −১.০
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

[সম্পাদনা]
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ফরিদপুর-১[১৫]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ কাজী সিরাজুল ইসলাম ৯৩,৮৬৪ ৪৭.৭ +৫.৩
জাতীয় পার্টি শাহ মোহাম্মদ আবু জাফর ৮৪,৯৮৫ ৪৩.২ +১৫.১
জামায়াতে ইসলামী হাবিবুর রহমান ১২,২৯৬ ৬.৩ -৮.৫
বিএনপি খন্দকার নাসিরুল ইসলাম ৩,৯৮৪ ২.০ -৬.৪
জাকের পার্টি মো. সাইফুল ইসলাম ৯০৮ ০.৫ -১.১
কমিউনিস্ট পার্টি মো. আব্দুল মালেক শিকদার ৫৭২ ০.৩ প্র/না
স্বতন্ত্র কাজী মাহতাব-উল-ইসলাম ১২৬ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৮,৮৭৯ ৪.৫ −৯.৮
ভোটার উপস্থিতি ১,৯৬,৭৩৫ ৮২.৬ +২৫.৬
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: ফরিদপুর-১[১৫]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মো. আব্দুর রউফ মিয়া ৬৮,০২৭ ৪২.৪
জাতীয় পার্টি শাহ মোহাম্মদ আবু জাফর ৪৫,১৩৪ ২৮.১
জামায়াতে ইসলামী হাবিবুর রহমান ২৩,৭৯৭ ১৪.৮
বিএনপি এ কে এম শামসুল বারী ১৩,৪৮৫ ৮.৪
বাংলাদেশ জনতা পার্টি মো. মোজাফ্ফর হোসেন ৪,৪৪৩ ২.৮
জাকের পার্টি মো. লুৎফর রহমান ২,৫২০ ১.৬
বিকেএ মো. সিদ্দিকুর রহমান ১,৮৪৭ ১.২
ইউসিএল মো. আবু সাঈদ মিয়া ৯৭২ ০.৬
বাকশাল আবু জাফর মিয়া ২১৫ ০.১
জাতীয় যুক্ত ফ্রন্ট মো. ইউনুস আলী বিশ্বাস ১৬৯ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ২২,৮৯৩ ১৪.৩
ভোটার উপস্থিতি ১,৬০,৬০৯ ৫৭.০
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ফরিদপুর-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  6. "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  7. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  8. "ফরিদপুর-১: আ'লীগ-বিএনপির লড়াই"Jugantor। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৩ 
  9. "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৩ 
  10. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  11. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  12. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  13. "Rebellion sees change in alliance nomination"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১১ আগস্ট ২০০৫। ১৭ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৮ 
  14. "শাহ জাফর takes oath as MP"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ইউএনবি। ৫ সেপ্টেম্বর ২০০৫। ১০ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৮ 
  15. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "১৯৮৬ফলাফল" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।

উদ্ধৃতি ত্রুটি: <references>-এ সংজ্ঞায়িত "১৯৮৮ফলাফল" নামসহ <ref> ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।

বহিঃসংযোগ

[সম্পাদনা]