![]() | |||
পূর্ণ নাম | ফর্চুনা সিটার্ট | ||
---|---|---|---|
ডাকনাম | ফর্চুনা, ফর্চুনেজেন | ||
প্রতিষ্ঠিত | ১ জুলাই ১৯৬৮ | ||
মাঠ | ফর্চুনা সিটার্ট স্টাডিওন, সিটার্ট | ||
ধারণক্ষমতা | ১২,৫০০ | ||
সভাপতি | অজগুর ইশিতান গুন | ||
ম্যানেজার | শয়র্স উল্টি | ||
লিগ | এরেডিভিজি | ||
২০১৯–২০ | ১৬তম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
|
ফর্চুনা সিটার্ট হচ্ছে সিটার্ট ভিত্তিক একটি ওলন্দাজ পেশাদার ফুটবল ক্লাব।[১] এই ক্লাবটি বর্তমানে নেদারল্যান্ডসের শীর্ষ স্তরের ফুটবল লীগ এরেডিভিজিতে খেলে। এই ক্লাবটি ১৯৫৮ সালের ১লা জুলাই তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ফর্চুনা সিটার্ট তাদের সকল হোম ম্যাচ সিটার্টের ফর্চুনা সিটার্ট স্টাডিওনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১২,৫০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন শয়র্স উল্টি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন অজগুর ইশিতান গুন। ওলন্দাজ রক্ষণভাগের খেলোয়াড় ওয়েসেল ডামার্স এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, এজেড এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৪টি ইরস্টে ডিভিজি শিরোপা, ২টি কেএনভিবি কাপ শিরোপা রয়েছে।