ফাওয়াজ টি উলাবি[১] فواز علبي | |
---|---|
জন্ম | দামেস্ক, সিরিয়া |
জাতীয়তা | Syrian |
নাগরিকত্ব | Syrian American Syria, U.S. |
মাতৃশিক্ষায়তন | American University of Beirut ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন |
পরিচিতির কারণ | contributions to the science and technology of radar remote sensing and its applications. |
পুরস্কার | আইইইই ইলেক্ট্রোম্যাগনেটিক্স অ্যাওয়ার্ড (২০০১) আইইইই এডিসন মেডেল (২০০৬) আইইইই জেমস এইচ মুলিগান জুনিয়র এডুকেশন মেডেল (২০১২) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | রেডিও ফ্রিকোয়েন্সি (RF), মাইক্রওয়েভ, and মিলিমিটার-ওয়েভ সার্কিটস; কম্পিউটেশনল ইলেক্ট্রোম্যাগন্টিকস; Advanced Electromagnetic Materials for RF and Microwave Applications; অ্যান্টেনা; ওয়েভ প্রোপাগেশন; স্পেস প্লাজমা ইলেক্ট্রডায়নামিক্স; Microwave radiometers and Remote Sensing |
প্রতিষ্ঠানসমূহ |
ফাওয়াজ টি উলাবি মিশিগান বিশ্ববিদ্যালয়ের তড়িত প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক।
উলাবি আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত থেকে পদার্থবিজ্ঞানে ১৯৬৪ সালে বিএসসি ডিগ্রি লাভ করেন। তিনি ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন থেকে তড়িত প্রকৌশলে ১৯৬৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কানসাস বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পর তিনি ১৯৮০ এর দশকের মাঝামাঝি সময়ে মিশিগান বিশ্ববিদ্যালয়এর তড়িত প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগদান করেন।