ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ফাকুন্দো পেলিস্ত্রি রেবেয়ো | ||
জন্ম | ২০ ডিসেম্বর ২০০১ | ||
জন্ম স্থান | মোন্তেভিদেও, উরুগুয়ে | ||
উচ্চতা | ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ম্যানচেস্টার ইউনাইটেড | ||
জার্সি নম্বর | ২৮ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০০:৪৬, ৮ ডিসেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ফাকুন্দো পেলিস্ত্রি রেবেয়ো (স্পেনীয়: Facundo Pellistri, স্পেনীয় উচ্চারণ: [faˈkundo peˈlistɾi]; জন্ম: ২০ ডিসেম্বর ২০০১; ফাকুন্দো পেলিস্ত্রি নামে সুপরিচিত) হলেন একজন উরুগুয়েয়ীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং উরুগুয়ে জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৭ সালে, পেলিস্ত্রি উরুগুয়ে অনূর্ধ্ব-১৬ দলের হয়ে উরুগুয়ের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত উরুগুয়ের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২২ সালে উরুগুয়ের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; উরুগুয়ের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
ফাকুন্দো পেলিস্ত্রি রেবেয়ো ২০০১ সালের ২০শে ডিসেম্বর তারিখে উরুগুয়ের মোন্তেভিদেওতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
পেলিস্ত্রি কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ১০ই নভেম্বর তারিখে ঘোষিত উরুগুয়ের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছেন।[১][২]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
উরুগুয়ে | ২০২২ | ৮ | ০ |
সর্বমোট | ৮ | ০ |