ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ফাকুন্দো আক্সেল মেদিনা | ||
জন্ম | ২৮ মে ১৯৯৯ | ||
জন্ম স্থান | ভিয়া ফিওরিতা, আর্জেন্টিনা | ||
উচ্চতা | ১.৮৪ মিটার (৬ ফুট ১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | লঁস | ||
জার্সি নম্বর | ১৪ | ||
যুব পর্যায় | |||
রিভার প্লেত | |||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৬–২০১৭ | রিভার প্লেত | ০ | (০) |
২০১৮–২০২০ | তায়েরেস কর্দোবা | ৩৩ | (১) |
২০২০– | লঁস | ৬৩ | (৩) |
জাতীয় দল‡ | |||
২০১৮–২০১৯ | আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ | ১২ | (০) |
২০১৯–২০২১ | আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ | ১৭ | (১) |
২০২০– | আর্জেন্টিনা | ২ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৩:৪২, ২৩ অক্টোবর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৩:৪২, ২৩ অক্টোবর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ফাকুন্দো আক্সেল মেদিনা (স্পেনীয়: Facundo Medina, স্পেনীয় উচ্চারণ: [fakˈundo meðˈina]; জন্ম: ২৮ মে ১৯৯৯; ফাকুন্দো মেদিনা নামে সুপরিচিত) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফরাসি ক্লাব লঁস এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৮ সালে, মেদিনা আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় চার বছর যাবত আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২০ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
ফাকুন্দো আক্সেল মেদিনা ১৯৯৯ সালের ২৮শে মে তারিখে আর্জেন্টিনার ভিয়া ফিওরিতায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
মেদিনা আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ এবং আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ সালে তিনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় চার বছরে ২৯ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল এবং দুইটি শিরোপা জয়লাভ করেছেন।
২০২০ সালের ১৩ই অক্টোবর তারিখে, ২১ বছর, ৪ মাস ও ১৫ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী মেদিনা বলিভিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৮৯তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় লাউতারো মার্তিনেসের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ১৪ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি আর্জেন্টিনা ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] আর্জেন্টিনার হয়ে অভিষেকের বছরে মেদিনা সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
আর্জেন্টিনা | ২০২০ | ১ | ০ |
২০২১ | ১ | ০ | |
সর্বমোট | ২ | ০ |