ফাতিমাহ লতিফ | |
---|---|
فاطمه لتايف | |
মেরিন প্যারেড গ্রুপ রিপ্রেজেন্টেশন কন্সটিটুয়েন্সি আসনের সংসদ সদস্য | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৬ মে ২০০৬ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | সিঙ্গাপুর | ১৬ মার্চ ১৯৬৬
জাতীয়তা | সিঙ্গাপুরীয় |
রাজনৈতিক দল | পিপলস অ্যাকশন পার্টি |
প্রাক্তন শিক্ষার্থী | সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয় রয়াল ইনফার্মারি অব এডিনবার্গ ভার্জিনিয়া মেডিকেল কলেজ সিনসিনাটি বিশ্ববিদ্যালয় |
পেশা | রাজনীতিবিদ |
জীবিকা | ডাক্তার |
ধর্ম | ইসলাম |
ফাতিমাহ বিনতে আব্দুল লতিফ (জাওয়ি: فاطمه بنت عبداللتايف; জন্ম ১৬ মার্চ ১৯৬৬) হলেন একজন সিঙ্গাপুরীয় রাজনীতিবিদ, যিনি দেশটির পিপলস অ্যাকশন পার্টির রাজনীতির সাথে যুক্ত। তিনি দেশটির আইনসভায় ২০০৬ সাল থেকে মেরিন প্যারেড গ্রুপ রিপ্রেজেন্টেশন কন্সটিটুয়েন্সির গেলাং সেরাইয়ের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[১][২]
ফাতিমাহ লতিফ ১৯৬৬ সালের ১৬ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেছেন। এরপর তিনি স্কটল্যান্ডের রয়াল ইনফার্মেটরি অব এডিনবার্গ এবং যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া মেডিকেল কলেজ ও সিনসিনাটি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জন করেন।[১] বর্তমানে তিনি রাজনীতির পাশাপাশি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন।[৩]
ফাতিমাহ লতিফ ২০০৬ সালে সিঙ্গাপুরীয় সাধারণ নির্বাচনে মেরিন প্যারেড গ্রুপ অব কনস্টিটুয়েন্সির গেলাং সেরাই থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[২] এরপর ২০১১ ও ২০১৫ সালের সিঙ্গাপুরীয় সাধারণ নির্বাচনে তিনি পিপলস অ্যাকশন পার্টির টিকিটে মেরিন প্যারেড গ্রুপ অব কনস্টিটুয়েন্সির গেলাং সেরাই থেকে সিঙ্গাপুরীয় আইনসভায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।[৪][৫]