ফান চেনতুং | |
---|---|
![]() ২০১৭ সালের আন্তর্জাতিক টেবিল টেনিস সংস্থার বিশ্ব সফরের জার্মান উন্মুক্ত প্রতিযোগিতায় ফান চেনতুং | |
ব্যক্তিগত তথ্য | |
স্থানীয় নাম | 樊振东 |
জাতীয়তা | চীনা |
জন্ম | কুয়াংচৌ, কুয়াংতুং, গণচীন[১] | ২২ জানুয়ারি ১৯৯৭
খেলার শৈলী | ডান-হাতি, করমর্দন ধরন |
সরঞ্জামাদি | Stiga Infinity VPS with DHS Hurricane 3 National (Blue Sponge) (FH, Black), Butterfly Dignics 05 (BH, Red) |
সর্বোচ্চ র্যাঙ্ক | ১[২] |
বর্তমান র্যাঙ্ক | ১ (মে ২০২০ থেকে)[২] |
উচ্চতা | ১.৭৩ মিটার[৩] |
ওজন | ৭৭ কিলোগ্রাম[৩] |
পদকের তথ্য |
ফান চেনতুং (চীনা: 樊振东; ফিনিন: Fán Zhèndōng; জন্ম ২২শে জানুয়ারি ১৯৯৭) একজন চীনা পেশাদারী টেবিল টেনিস খেলোয়াড়। তিনি ২০২১ সালের মার্চ মাসে আন্তর্জাতিক টেবিল টেনিস সংস্থার প্রকাশিত মর্যাদাক্রম অনুযায়ী পুরুষ একক শ্রেণীতে বিশ্বের ১ নম্বর খেলোয়াড় ছিলেন।[২] তিনি ২০১২ সালে মাত্র ১৫ বছর বয়সে চীনের জাতীয় টেবিল টেনিস দলে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি সবচেয়ে কম বয়সে আইটিটিএফ বিশ্ব সফর শিরোপা এবং বিশ্ব টেবিল টেনিস শিরোপা জয় করেন।[৪][৫] ২০১৫ সালের নভেম্বর মাসে তিনি প্রথমবারের মতো বিশ্ব মর্যাদাক্রমে শীর্ষস্থান অধিকার করেন।[৬]