ফাফ দু প্লেসিস

ফাফ দু প্লেসিস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
ফ্রাঙ্কোইজ দু প্লেসিস
জন্ম (1984-07-13) ১৩ জুলাই ১৯৮৪ (বয়স ৪০)
প্রিটোরিয়া, ট্রান্সভাল, দক্ষিণ আফ্রিকা
ডাকনামFaf
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি লেগ-ব্রেক
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৩১৪)
২২ নভেম্বর ২০১২ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট২২ ফেব্রুয়ারি ২০১৩ বনাম পাকিস্তান
ওডিআই অভিষেক
(ক্যাপ ১০১)
১৮ জানুয়ারি ২০১১ বনাম ভারত
শেষ ওডিআই২২ জানুয়ারি ২০১৩ বনাম নিউজিল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৪-বর্তমাননর্দান্স
২০০৫-বর্তমানটাইটান্স
২০০৮-২০০৯ল্যাঙ্কাশায়ার
২০১১-চেন্নাই সুপার কিংস
২০১২–কুমিল্লা ভিক্টরিয়া
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৫২ ১১৭ ১০৭ ২০৪
রানের সংখ্যা ৩,১৯৭ ৪,৩৭৯ ৬,০৮৭ ৬,৮৫৯
ব্যাটিং গড় ৪৩.২০ ৪৩.৭৯ ৩৯.০১ ৪৩.৪১
১০০/৫০ ৮/১৭ ৯/২৯ ১২/৩৭ ১৪/৪১
সর্বোচ্চ রান ১৯৯ ১৮৫ ১৭৬ ১৩৩*
বল করেছে ৭৮ ১৯২ ২,৫৫৮ ২,২৩৮
উইকেট ৪১ ৫৪
বোলিং গড় ৯৪.৫০ ৩৬.০২ ৩৭.৫৯
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ১/৮ ৪/৩৯ ৪/৪৭
ক্যাচ/স্ট্যাম্পিং ২৮/– ৫৮/– ৯০/– ১০৯/–
উৎস: ক্রিকেট আর্কাইভ, ২৭ মার্চ ২০১৬

ফ্রাঙ্কোইজ "ফাফ" দু প্লেসিস (/ˈdplɛsi/ DOO-pless-ee; ইংরেজি: Francois "Faf" du Plessis; জন্ম: ১৩ জুলাই, ১৯৮৪) দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী ক্রিকেটারদক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য হিসেবে তিনি আন্তর্জাতিক পর্যায়ে অনেকগুলো ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেছেন। নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে টুয়েন্টি২০ সিরিজে তাকে অধিনায়কত্ব প্রদানের কথা ঘোষণা করা হয়।[] পরবর্তীতে ফেব্রুয়ারি, ২০১৩ তারিখে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে পূর্ণাঙ্গ অধিনায়করূপে মনোনয়ন দেয়া হয়।[]

ক্রিকেট খেলায় অল-রাউন্ডার হিসেবে ডান হাতে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিন বোলিং করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

তিনি আফ্রিকান্স হোয়ের সিয়ানস্কুল বা বালকদের জন্যে আফ্রিকানস হাইস্কুল যেটি আফিস নামে পরিচিত, প্রিটোরিয়ার অত্যন্ত জনপ্রিয় সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করেন। এবি ডি ভিলিয়ার্স, জ্যাক রুডল্‌ফ এবং হিনো কান তার সহপাঠী ছিল যারা পরবর্তীতে টাইটান্স ও দক্ষিণ আফ্রিকার পক্ষ হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছে। এছাড়াও, প্লেসিস প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন।

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট লীগে নর্দান্স ক্রিকেট টিম দলের পক্ষ হয়ে খেলছেন। বর্তমানে টাইটান্স দলেরও সদস্য তিনি। এছাড়াও, ল্যাঙ্কাশায়ার, চেন্নাই সুপার কিংস এবং মেলবোর্ন রেনিগেডস দলেও খেলছেন।

নভেম্বর, ২০১২ সালে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হন প্লেসিস। চতুর্থ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসেবে তিনি অভিষেকে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন।[]

আন্তর্জাতিক শতকসমূহ

[সম্পাদনা]
টেস্ট শতক
# রান বল ৪ (চার) ৬ (ছক্কা) প্রতিপক্ষ মাঠ বছর ফলাফল
১১০* ৩৭৬ ১৪  অস্ট্রেলিয়া অ্যাডিলেড ওভাল, অস্ট্রেলিয়া ২০১২ ম্যাচ ড্র
১৩৭ ২৫২ ১৪  নিউজিল্যান্ড সেন্ট জর্জেস ওভাল, পোর্ট এলিজাবেথ, দক্ষিণ আফ্রিকা ২০১৩ জয়
১৩৪ ৩০৯ ১৫  ভারত ওয়ান্ডারার্স স্টেডিয়াম, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা ২০১৩ ম্যাচ ড্র
বছর দল মূল্য
২০১১ চেন্নাই সুপার কিংস ৫৪ লক্ষ
২০১৪ চেন্নাই সুপার কিংস ৪৭৫ লক্ষ
২০১৮ চেন্নাই সুপার কিংস ১৬০ লক্ষ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Du Plessis to lead South African Twenty20 side, Wisden India, সংগ্রহের তারিখ ২০১২-১২-১২ 
  2. Du Plessis takes over as T20 skipper, Wisden India, ৫ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৩ 
  3. Scorecard, Wisden India, সংগ্রহের তারিখ ২০১২-১১-২৬ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]